সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই শুরু দ্বিতীয় দফার আইপিএল (IPL 2025)। চিন্নাস্বামীতে মুখোমুখি হবে কেকেআর ও আরসিবি। কিন্তু আদৌ সেই ম্যাচ হবে? বেঙ্গালুরুর আবহাওয়া দপ্তরের রিপোর্টে কিন্তু দুশ্চিন্তা বাড়ছে। এর মধ্যে ভাইরাল হয় চিন্নাস্বামী স্টেডিয়ামের ছবি। যা কার্যত সুইমিং পুল। ফলে উদ্বেগ থেকেই যাচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টিপাত চলছে টেক সিটিতে। সেই সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া। পরিস্থিতির উন্নতি তো ঘটেইনি। বরং বুধবার ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। আন্দামান ও বঙ্গোপসাগরে ‘সাইক্লোন শক্তি’র ক্ষমতা আরও বেড়েছে বলে খবর। এর মধ্যে ভাইরাল হয় চিন্নাস্বামী স্টেডিয়ামের একটি ভিডিও। প্রচণ্ড বৃষ্টিতে চারদিক কার্যত ঝাপসা। গোটা স্টেডিয়াম জলে থইথই করছে।
আর তার মধ্যে আরসিবি তারকা টিম ডেভিড দিব্যি জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ছেন। যেন সুইমিং পুলে সাঁতার কাটছেন। বেশ কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করার পর ড্রেসিংরুমে ফিরে আসেন। সাজঘরে থাকা সতীর্থরা ডেভিডের কাণ্ড দেখে হেসে লুটিয়ে পড়েন। হাততালি দিয়ে উৎসাহ দেন। প্রবল বর্ষায় আর অনুশীলন করতে পারেননি কোহলিরা।
তবে বেঙ্গালুরুর আবহাওয়ার এখনও সেভাবে বদল ঘটেনি। আবহাওয়া বিষয়ক একটি ওয়েবসাইটের মতে শনিবারও সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫৬ শতাংশ। দিনে ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকলেও রাতে তাপমাত্রা নামতে পারে ২২ ডিগ্রিতে। আর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে নাইটদের প্লে অফের ন্যূনতম অঙ্কও ভেসে যাবে। এক পয়েন্ট পেলে আরসিবি বরং প্লে অফে উঠে যেতে পারে।
Tim David ❌
Swim David ✅Bengaluru rain couldn’t dampen Timmy’s spirits… Super TD Sopper came out in all glory. 😂
This is Royal Challenge presents RCB Shorts. 🩳🤣
— Royal Challengers Bengaluru (@RCBTweets)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.