Advertisement
Advertisement
RCB

গুজরাটই পারে আরসিবি’কে চ্যাম্পিয়ন করতে! নতুন অঙ্ক কষে দিলেন অশ্বিন

ফাইনালে জিততে হলে কোহলিকে কী করতে হবে? সেটাও বলে দিলেন অশ্বিন।

IPL 2025: Ravichandran Ashwin does not want MI into final to face RCB
Published by: Arpan Das
  • Posted:May 30, 2025 5:59 pm
  • Updated:May 30, 2025 6:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের ফাইনালে উঠে গিয়েছে আরসিবি। তবে তাদের প্রতিপক্ষ কে হবে, ঠিক হয়নি। এলিমিনেটরে গুজরাট টাইটান্সের সামনে মুম্বই ইন্ডিয়ান্স। যদি আরসিবি’কে চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে কোহলিদের ভরসা একমাত্র গুজরাট। কীভাবে? সেই অঙ্ক কষে দিলেন অশ্বিন।

এলিমিনেটরে যদি মুম্বই জিতে যায়, তাহলে দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের সামনে পড়বে পাঞ্জাব। শ্রেয়সদের বাধা টপকাতে পারলে তবে ফাইনাল। কিন্তু অশ্বিন অতটাও ঝুঁকি নিতে চান না। তাই তিনি বলছেন, “যদি আরসিবিকে আইপিএল জিততে হয়, তাহলে গুজরাটকে যে কোনও ভাবে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে হবে। মুম্বইকে কোনও ভাবে ফাইনালে উঠতে দেওয়া যাবে না। ওদের যে কোনও মূল্যে আটকাতে হবে।”

অশ্বিন নিজে চেন্নাই সুপার কিংসে খেলছেন। তারাও পাঁচবারের চ্যাম্পিয়ন। মুম্বই যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে তারা রেকর্ড সাতবারের আইপিএল জয়ী হয়ে যাবে। আর ফাইনালে উঠলে যে মুম্বই অপ্রতিরোধ্য, সেটা স্বীকার করে নিচ্ছেন অশ্বিন। তাঁর সাফ বক্তব্য, “আরসিবি খুব করে চাইবে মুম্বই যেন ফাইনালে না ওঠে। হয়তো এই মুহূর্তে বেঙ্গালুরুকে দেখে মনে হচ্ছে অনেকটাই এগিয়ে আছে। কিন্তু এটা ক্রিকেট। অনেক কিছুই হতে পারে। আমি যদি আরসিবি হতাম, তাহলে ফাইনালে গুজরাটের মুখোমুখি হতে চাই।”

অশ্বিন মনে করেন, কোহলি হয়তো এখন অধিনায়ক নন। কিন্তু তিনিই আরসিবির মূল শক্তি। সেই বিষয়ে অশ্বিন বলেন, “কোহলি কি প্রথমবারের জন্য আইপিএল জিততে পারবেন? যদি ওরা ফাইনালে রান তাড়া করে, তাহলে কোহলি জানে কীভাবে পরিস্থিতি সামলাতে হয়।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement