সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে মাঠের মহা মোকাবিলা। ম্যাচের পর ধোনিকে জড়িয়ে ধরলেন কোহলিকে। অন্যদিকে মাঠের বাইরে ঝামেলা। শনিবার শেষ ওভারের থ্রিলারে চেন্নাইকে হারিয়েছে আরসিবি। আর চিন্নাস্বামীর বাইরে রাস্তায় হেনস্তার শিকার সিএসকে সমর্থক। তবে বিষয়টি গুরুতর হওয়ার আগেই পুলিশ হস্তক্ষেপ করে।
আরসিবি-সিএসকে দ্বৈরথ দক্ষিণী ডার্বি নামে পরিচিত। বরাবরই তাতে যথেষ্ট উত্তেজনা থাকে। তবে ম্যাচের পর যেমন কোহলি জড়িয়ে ধরেন ধোনিকে। গতবারও এক সমর্থকে হেনস্তার কথা সামনে এসেছিল। এবারও বেঙ্গালুরুর রাস্তায় ফের যেন একই ঘটনা। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল।
সেখানে দেখা যায়, এক সিএসকে ভক্তকে ঘিরে ধরেছেন বেশ কয়েকজন আরসিবি ভক্ত। শুধু উত্তপ্ত বাক্য বিনিময় নয়। বিষয়টা প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যায়। চেন্নাই সমর্থক একা হলেও প্রথমে বেশ উত্তেজিত স্বরে কথা বলছিলেন। তবে গোটা বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে যাওয়ার আগে পুলিশ হস্তক্ষেপ করে। ওই চেন্নাই সমর্থককে দ্রুত অন্যদিকে সরিয়ে দেওয়া হয়। তবে কী কারণে তাদের মধ্যে ঝামেলা লাগে, সেটা জানা যায়নি।
এরকম ঘটনা আরও বেশ কয়েকটি জায়গায় হয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, গত বছর প্লে অফে ওঠার লড়াইয়ে এই চেন্নাইকে হারিয়েছিলেন কোহলিরা। প্লে অফের টিকিট নিশ্চিত করতেই গোটা বেঙ্গালুরু মেতে উঠেছিল আনন্দ উৎসবে। মাঝরাতেই রাস্তায় নেমে আসে বেঙ্গালুরুর একটা বড় অংশ। রাতভর রাস্তা বন্ধ করে চলেছিল সেলিব্রেশন। সেখানেও লাল জার্সিদের মধ্যে এক চেন্নাই সমর্থকের কার্যকলাপ নজর কেড়েছিল। আবার কয়েক জায়গায় ঝামেলার খবরও এসেছিল। এবারও সেই ঘটনা বেঙ্গালুরুতে।
— Out Of Context Cricket (@GemsOfCricket)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.