Advertisement
Advertisement
RCB

প্রথম দুই লক্ষ্য আরসিবির, ৬০ বছর আগে বিশ্বজয়ী ইংল্যান্ডই অনুপ্রেরণা বিরাটদের!

জস হ্যাজেলউড ফিরে আসায় বেঙ্গালুরুর বোলিং কিছুটা শক্তিশালী হয়েই নামবে লখনউয়ের বিরুদ্ধে।

IPL 2025: RCB will face LSG eyeing play off top 2 spot
Published by: Arpan Das
  • Posted:May 27, 2025 11:57 am
  • Updated:May 27, 2025 12:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের প্লে-অফ আগেই চূড়ান্ত হয়ে গিয়েছে। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লক্ষ্য যেভাবেই হোক লিগ টেবলের প্রথম দু’টি দলের মধ্যে জায়গা করে নেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখে মঙ্গলবার গ্রুপ লিগের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে লড়াইয়ে নামছে আরসিবি।

Advertisement

অন্যদিকে, লখনউয়ের লক্ষ্য শেষ ম্যাচ জিতে আইপিএল শেষ করা। বেঙ্গালুরু ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবলের তৃতীয় স্থানে রয়েছে। লখনউকে যদি হারাতে পারে, তাহলে ১৯ পয়েন্টে পৌঁছে যাবে তারা। আসলে লিগ টেবলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্স পরপর দু’টি ম্যাচ হেরে যাওয়ায় বেঙ্গালুরুর সামনে প্রথম দুইয়ে উঠে আসার সুযোগ এসে গিয়েছে। এবং তারা তা হাতছাড়া করতে রাজি নয়।

বেঙ্গালুরু অবশ্য তাদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে। হায়দরাবাদের কাছে তাদের হারের প্রধান কারণ, ডেথ ওভারে বোলারদের ব্যর্থতা। আরসিবি’র স্পিন বোলিং কোচ মনোলান রঙ্গরাজন যুক্তি দিচ্ছেন, “দীর্ঘ বিরতির পর আমরা গতম্যাচে হেরেছি। তার অনেক কারণ আছে। তাছাড়া আমরা তিন সপ্তাহ ম্যাচ খেলিনি।”

প্লে অফের প্রথম দুই নিশ্চিত করতে পারলে ফাইনালে ওঠার একটা অতিরিক্ত সুযোগ পাওয়া যাবে। এবার কি অধরা ট্রফিজয় সম্ভব আরসিবি? সেই বিষয়ে মনোলানের বক্তব্য, “ইংল্যান্ডে শেষ ফুটবল বিশ্বকাপ পেয়েছে ১৯৬৬ সালে। আমরাও আইপিএল জিতিনি। কিন্তু আমরা ধারাবাহিকতা বজায় রাখতে চাই। গত চার-পাঁচ বছরে সেটা করেছি আমরা।”

তবে অস্ট্রেলীয় পেসার জস হ্যাজেলউড ফিরে আসায় বেঙ্গালুরুর বোলিং কিছুটা শক্তিশালী হয়েই নামবে লখনউয়ের বিরুদ্ধে। হ্যাজেলউড চলতি আইপিএলে দূরন্ত ছন্দে রয়েছেন। তিনি ১০ ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন। তবে বেঙ্গালুরুর কাজটা অবশ্য সহজ হবে না। কারণ, লখনউ তাদের শেষ ম্যাচে হারিয়েছে শীর্ষে থাকা গুজরাটকে। ফলে ঘরের মাঠে লখনউ বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে। এই ম্যাচে বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement