আরসিবি: ১৯০/৯ (কোহলি ৪৩, পাতিদার ২৬, অর্শদীপ ৪০/৩)
পাঞ্জাব কিংস: ১৮৪/৭ (শশাঙ্ক ৬১, ইংলিশ ৩৯, ক্রুণাল ১৭/২)
৬ রানে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৭ বছরের অপেক্ষার অবসান বিরাট কোহলি ও আরসিবি’র। অন্যদিকে এবারও ট্রফি অধরা রইল পাঞ্জাব কিংসের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। আরসিবি ৯ উইকেট হারিয়ে করে ১৯০ রান। বিরাট কোহলি করেন ৪৩ রান। জবাবে ১৮৭ রান করে পাঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়স করেন মাত্র ১ রান। আরসিবি’র হয়ে দুটি উইকেট ক্রুণাল পাণ্ডিয়া ও ভুবনেশ্বর কুমারের। ৬ রানে ম্যাচ জিতে ১৮তম আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
২০ ওভার- ম্যাচ শেষ। আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। শেষদিকে চেষ্টা করেও পাঞ্জাবকে জেতাতে পারলেন না শশাঙ্ক সিং (৬১)। আরসিবি ম্যাচ জেতে ৬ রানে।
The ROYAL CHALLENGERS BENGALURU have done it for the first time ❤ | | |
— IndianPremierLeague (@IPL)
১৬.৪ ওভার- দু’বল পরই ফের ধাক্কা পাঞ্জাবের। এবার আউট মার্কাস স্টয়নিস। আইপিএল ট্রফি ক্রমশ দূরে যাচ্ছে শ্রেয়সদের থেকে। পাঞ্জাবের রান ৬ উইকেট হারিয়ে ১৪২।
১৬.২ ওভার- ফের উইকেট পতন পাঞ্জাবের। এবার ভুবনেশ্বরের বলে আউট হলেন নেহাল ওয়াধেরা (১৫)। পাঞ্জাবের রান ৫ উইকেট হারিয়ে ১৪২।
১৬ ওভার- পাঞ্জাবকে জিততে এখনও ২৪ বলে ৫৫ রান দরকার। ১৭তম ওভারে হ্যাজেলউড দিলেন ১৭ রান। পাঞ্জাবের রান ৪ উইকেট হারিয়ে ১৩৬। ব্যাট করছেন নেহাল ওয়াধেরা ও শশাঙ্ক সিং। দুজনেই এর আগে পাঞ্জাবকে বিপদ থেকে উদ্ধার করেছেন। ফাইনালে আরসিবি’র বিরুদ্ধে কি পারবেন?
১২.১ ওভার- ফের ধাক্কা পাঞ্জাবের। শ্রেয়সের পর আউট জশ ইংলিশ। ক্রুণাল পাণ্ডিয়ার বলে বাউন্ডারিতে ক্যাচ ধরেন লিভিংস্টোন। জয়ের স্বপ্ন ক্রমশ দূরে যাচ্ছে পাঞ্জাবের।
৯.৪ ওভার- আউট শ্রেয়স আইয়ার। রোমারিও শেফার্ডের বলে ক্যাচ আউট হলেন পাঞ্জাব অধিনায়ক। মাত্র ১ রানে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরলেন শ্রেয়স। পাঞ্জাবের রান ৩ উইকেট হারিয়ে ৭৯। পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে আচমকাই চাপে পাঞ্জাব। নিয়ন্ত্রিত বোলিং করছেন ক্রুণাল।
৮.৩ ওভার- বড় ধাক্কা পাঞ্জাবের। ক্রুণাল পাণ্ডিয়ার বলে আউট প্রভসিমরন সিং (২৬)।
৫ ওভার- হ্যাজেলউডের বলে আউট প্রিয়াংশ আর্য। ১৯ বলে ২৪ রান করেন তিনি। বাউন্ডারিতে দুরন্ত ক্যাচ ধরেন ফিল সল্ট। পাঞ্জাবের রান ১ উইকেট হারিয়ে ৪৪।
৩ ওভার- ঝোড়ো শুরু পাঞ্জাব কিংসের। প্রথম তিন ওভারেই উঠে গেল ২৮ রান। তবে হ্যাজেলউডের বলে প্রভসিমরনের সহজ ক্যাচ মিস রোমারিও শেফার্ডের।
পাঞ্জাব কিংসের ইনিংস শুরু। ব্যাট করছেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং।
২০ ওভার- শেষবেলায় একের পর এক উইকেট পড়ল আরসিবি’র। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে বেঙ্গালুরুর রান দাঁড়াল ১৯০। একসময় মনে হচ্ছিল রানটা অনায়াসে দুশোর উপর উঠে যাবে। কিন্তু কুড়িতম ওভারের দ্বিতীয় বলে শেফার্ডকে আউট করেন অর্শদীপ। চতুর্থ বলে ফেরান ক্রুণাল পাণ্ডিয়াকে। শেষ বলে আউট হন ভুবনেশ্বর কুমার। শেষ দু’রানে পরে তিনটি উইকেট। পাঞ্জাবের হয়ে তিনটি করে উইকেট অর্শদীপ সিং ও কাইল জেমিসনের।
Innings break!
Crucial cameos galore from but pull things back well
1️⃣9️⃣1️⃣ to get and it all comes down to this!
Who will get their hands on the ?
Scorecard ▶ | | |
— IndianPremierLeague (@IPL)
১৯ ওভার- ঝড় তুলছেন রোমারিও শেফার্ড। ওমারজাইয়ের ওভারের শেষ দুই বলে চার ও ছক্কা মারেন তিনি। আরসিবি’র রান ৬ উইকেটে ১৮৭ রান।
১৭.৪ ওভার- লিভিংস্টোনের পর আউট জিতেশ শর্মা। ভিশাকের বলে বোল্ড হলেন তিনি। ১০ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। আরসিবি’র রান ৬ উইকেট হারিয়ে ১৭১।
১৬.৫ ওভার- আউট লিয়াম লিভিংস্টোন। এবারও উইকেট পেলেন জেমিসন। ১৫ বলে ২৫ রান করে এলবিডব্লু হন লিভিংস্টোন। রিভিউ নিয়েও লাভ হয়নি। দলের রান ৫ উইকেট হারিয়ে ১৬৭। এখনও দলকে টানছেন জিতেশ শর্মা।
১৪.৫ ওভার- আউট বিরাট কোহলি। ওমরজাইয়ের বলে আউট আরসিবি ব্যাটার। ফাইনালে সেভাবে গতিতে রান তুলতে পারছিলেন না। ৩৫ বলে ৪৩ রান করেন তিনি। আরসিবি’র রান ৪ উইকেট হারিয়ে ১৩১।
১৩ ওভার- ম্যাচে এখনও তুল্যমূল্য লড়াই চলছে। ৩ উইকেট হারিয়ে আরসিবি’র রান ১১১। ব্যাট করছেন বিরাট কোহলি (৩৫) ও লিভিংস্টোন (৬)। পাঞ্জাব বোলারদের মধ্যে কাল জেমিসন ২৫ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন।
১০.৫ ওভার- আউট রজত পাতিদার। জেমিসনের বলে এলবিডব্লু হলেন তিনি। ১৬ বলে ২৬ রান করে ফেরেন বেঙ্গালুরু অধিনায়ক। রিভিউও নেননি তিনি। আরসিবি’র রান ৩ উইকেট হারিয়ে ৯৬। লড়ছেন কোহলি (২৮)।
৯ ওভার- আরসিবি’র রান ৮০। দলকে টানছেন কোহলি (২১) ও রজত পাতিদার (১৭)।
৬.২ ওভার- ফের ধাক্কা আরসিবি’র। ভালো শুরু করেও আউট ময়ঙ্ক আগরওয়াল। ১৮ বলে ২৪ রান করেন তিনি। নিজের প্রথম ওভারে এসেই ম্যাজিক দেখালেন চাহাল। তাঁর বলে ক্যাচ দিলেন ময়ঙ্ক। আরসিবি’র রান ২ উইকেট হারিয়ে ৫৬। কোহলির সঙ্গে ব্যাট করতে এসেছেন অধিনায়ক রজত পাতিদার।
৫.৪ ওভার- পঞ্চাশ রানের গণ্ডি পেরোল আরসিবি। বিজয় কুমার ভিশকের বলে চার মেরে দলকে পঞ্চাশ পার করালেন ময়ঙ্ক আগরওয়াল। এক উইকেট হারিয়ে আরসিবির রান ৫২। প্রাথমিক ধাক্কা সামলে দলকে টানছেন কোহলি ও ময়ঙ্ক।
১.৪ ওভার: দ্বিতীয় ওভারেই ধাক্কা আরসিবি। ভালো শুরু করেও ক্যাচ আউট হলেন ফিল সল্ট। কাইল জেমিসনের বলে শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। করেন ৯ বলে ১৬ রান।
১ ওভার: শুরুতেই ঝড় তুললেন ফিল সল্ট। প্রথম ওভারে অর্শদীপ সিংয়ের বলে তুললেন ১৩ রান। মারেন একটি ছয় ও একটি চার।
সন্ধ্যা ৭:৩০- ম্যাচ শুরু। আরসিবি’র হয়ে ব্যাট করতে নামলেন বিরাট কোহলি ও ফিল সল্ট।
সন্ধ্যা ৭টা- টসে জিতলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। টসে জিতে বল করার সিদ্ধান্ত পাঞ্জাবের। আরসিবি ও পাঞ্জাব দুটো দলেই কোনও বদল নেই।
সন্ধ্যা ৬:৫৫- দেশের সেনাবাহিনীকে অনন্য সম্মান। আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গাইলেন শঙ্কর মহাদেবন। বিমানবাহিনীর পারদর্শিতায় তেরঙ্গা হয়ে উঠল নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উপরের আকাশ।
Lighting up the with an enthusiastic Tribute Ceremony | | |
— IndianPremierLeague (@IPL)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.