Advertisement
Advertisement
IPL 2025

গুজরাট শিবিরে স্বস্তি, জানা গেল রাবাডার দলে যোগ দেওয়ার দিনক্ষণ

এপ্রিলের শুরুতে আইপিএল ছেড়ে হঠাৎ দেশে ফিরে গিয়েছিলেন এই প্রোটিয়া পেসার।

IPL 2025: Relief in Gujarat camp, Rabada's joining date announced

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:April 19, 2025 5:04 pm
  • Updated:April 19, 2025 5:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুশ্চিন্তার মেঘ সরিয়ে ফের গুজরাট টাইটান্স শিবিরে ফিরতে চলেছেন তারকা পেসার কাগিসো রাবাডা। গুজরাট অধিনায়ক শুভমান গিল এ খবর নিশ্চিত করেছেন। এপ্রিলের শেষ সপ্তাহে প্রোটিয়া পেসার দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। গিলের কথায়, ১০ দিনের মধ্যেই ফিরতে চলেছেন রাবাডা। 

শনিবার তপ্ত দুপুরে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স। টসের সময়েই তিনি রাবাডার প্রত্যাবর্তনের কথা বলেন। যদিও দক্ষিণ আফ্রিকার এই পেসারকে ছাড়াই গুজরাট আইপিএলে ভালো জায়গায় রয়েছে।

উল্লেখ্য, এপ্রিলের শুরুতে আইপিএল ছেড়ে হঠাৎ দেশে ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাডা। চলতি আইপিএলে মাত্র দু’টি ম্যাচ খেলেছেন তিনি। গুজরাট টাইটান্স একটি বিবৃতি দিয়ে জানায়, দেশে ফিরতে হচ্ছে তারকা পেসারকে। জানা গিয়েছিল, ব্যক্তিগত কারণেই দেশে ফিরতে হয়েছিল তাঁকে।

রাবাডা ফিরলে গুজরাটের বোলিং বিভাগ নিঃসন্দেহে আরও শক্তিশালী হবে। কারণ এক্ষেত্রে তাঁর সঙ্গে থাকছেন মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। দুই পেসারই ছন্দে রয়েছেন। দু’জনেরই ১০টার বেশি উইকেট পেয়েছেন। অন্যদিকে, দুই ম্যাচে ২ উইকেট নিয়ে ফিরে গিয়েছিলেন রাবাডা। সব মিলিয়ে আইপিএলের ৮২ ম্যাচে ১১৯ উইকেট পেয়েছেন তিনি। এদিকে, সপ্তাহখানেক আগে কুঁচকিতে চোট পেয়ে গুজরাট টাইটান্স দল থেকে ছিটকে গিয়েছিলেন গ্লেন ফিলিপ্সও। ৬ এপ্রিল সানরাইজার্স ম্যাচে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান এই কিউয়ি তারকা। গুজরাট ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, নিউজিল্যান্ডে ফিরে গিয়েছেন এই তারকা অলরাউন্ডার। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটার দাসুন শানাকাকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement