ছবি বিসিসিআই
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিয়ান পরাগের এই ইনিংস ইডেন মনে রাখবে বহুদিন। ৪৫ বলে ৯৫ রান করে রাজস্থান অধিনায়ক এদিন যেন ‘ট্র্যাজিক হিরো’। ৭৫ রানে ৫ উইকেট খুইয়ে যখন তাঁর দল ধুঁকছে, তখনই নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন অসমের এই ভূমিপুত্র। ভয়ানক হয়ে ওঠা মইন আলি, বরুণ চক্রবর্তীরাও তাঁর কাছে রেয়াত পাননি। তাঁদের বিষাক্ত ডেলিভারিগুলিকে নির্বিষ করে একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠান। আর তা তারিয়ে তারিয়ে উপভোগ করলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল কোচ গ্যারেথ সাউথগেট। তিনি এদিন রাজস্থান রয়্যালসকে সমর্থন করতে ক্রিকেটের নন্দনকাননে উপস্থিত ছিলেন। এরই সঙ্গে অসাধারণ এক রেকর্ডও গড়েন রিয়ান। যা আইপিএলে অন্য কোনও ক্রিকেটারের নেই।
কী সেই রেকর্ড? রবিবাসরীয় ইডেনে তিনি টানা ছ’বলে মারলেন ছ’টি ছক্কা। মইন আলির চতুর্থ ওভারে পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকান রিয়ান। এই ওভারে ৩২ রান দেন মইন। এখানেই শেষ নয়। পরের ওভারে বরুণ চক্রবর্তীর বলে এক রান নেন হেটমায়ার। দ্বিতীয় বলে পরাগ আবারও ছক্কা হাঁকান। এভাবেই টানা ছ’বলে ছ’টি ছয় মারেন তিনি। যদিও এক ওভারে পরপর ছ’বলে ছয় ছক্কার রেকর্ড গড়তে অল্পের জন্য বঞ্চিত হন তিনি। তাতে কি? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে কোনও ব্যাটারেরই এমন কৃতিত্ব নেই। অর্থাৎ রিয়ান পরাগই প্রথম কোনও ব্যাটার, যিনি টানা ছ’বলে ছয় ছক্কা হাঁকালেন।
আইপিএলের ইতিহাসে পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে কেকেআরের রিঙ্কু সিংয়ের। ২০২৩ সালে গুজরাট টাইটান্সের যশ দয়ালের ওভারে টানা পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। তবে এদিন সেসব ছাপিয়ে পরাগের সুগন্ধে ভরে উঠল ইডেন।
যদিও ম্যাচের পর রিয়ান পরাগ অকপটে স্বীকার করেছেন, শেষ পর্যন্ত টিকে থাকা উচিত ছিল তাঁর। তিনি বলেন, “কীভাবে রান তাড়া করব, সেই হিসেবটা বুঝতে আমারই হয়তো ভুল হয়েছে। আমারই ম্যাচটা শেষ করে আসা উচিত ছিল।” উল্লেখ্য, কেকেআরের কাছে রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ১ রানে হার স্বীকার করতে হয়েছে রাজস্থান রয়্যালসকে।
The captain is in the mood tonight
He keeps in the game
Updates ▶ | | |
— IndianPremierLeague (@IPL)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.