Advertisement
Advertisement
Shreyas Iyer

‘পাঞ্জাব কিংসের পরিবেশ অনেক ইতিবাচক’, দলকে ফাইনালে তুলে কেকেআর’কে বিঁধলেন শ্রেয়স?

আর কি বললেন পাঞ্জাবের 'সরপঞ্চ'?

IPL 2025: Shreyas Iyer said the environment is very positive in PBKS

এখন আর তখন।

Published by: Arpan Das
  • Posted:June 2, 2025 2:15 pm
  • Updated:June 2, 2025 2:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি এখন পাঞ্জাবের ‘সরপঞ্চ’। ৪১ বলে ৮৭ রানের ইনিংস খেলে পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছেন শ্রেয়স আইয়ার। একেবারে অধিনায়কোচিত ইনিংস। গতবার ঠিক এরকমই ঝড় তুলে ফাইনালে তুলেছিলেন নাইট রাইডার্সকে। সেসব এখন অতীত। পাঞ্জাবকে ফাইনালে তুলে এখন শ্রেয়সের বক্তব্য, “এখানের পরিবেশ অত্যন্ত ইতিবাচক।”

Advertisement

একমাত্র অধিনায়ক হিসাবে আইপিএলে নজির গড়লেন শ্রেয়স আইয়ার। গতবার কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেও যোগ্য সম্মান পাননি বলে জল্পনা রয়েছে। এবার নাইটরা প্লে অফে উঠতে পারেনি। কিন্তু গতবারের ট্রফিজয়ী নাইটদের অধিনায়ক উঠে গিয়েছেন ফাইনালে। এখনও পর্যন্ত আইপিএলে তিনটি দলকে নেতৃত্ব দিয়েছেন তারকা ব্যাটার। তিন দলকেই ফাইনালে তুলেছেন। এই রেকর্ড আর কোনও অধিনায়কের নেই।

ম্যাচের পর শ্রেয়স বলেন, “পাঞ্জাব কিংসে আমি স্বচ্ছন্দে খেলতে পারছি। এখানে ম্যানেজমেন্ট সেই জায়গা দিয়েছে। আর এখানের পরিবেশও খুব ইতিবাচক।” শ্রেয়সের এই মন্তব্যের পরই চর্চা শুরু, তাহলে কি নাইট রাইডার্সে এই ‘পরিবেশ’ পেতেন না তিনি? কেকেআর ছাড়ার নেপথ্যে কি সেটাও একটা কারণ? পাঞ্জাব অধিনায়ক আরও বলেন, “আমি এই মুহূর্তটা উপভোগ করতে চাই। সাজঘরে গিয়ে সতীর্থদের সঙ্গে আনন্দ করব। কিন্তু আমি মনে করি, আমার কাজ অর্ধেক হয়েছে। এখনই ফাইনাল নিয়ে ভাবতে চাইছি না। একটু বিশ্রাম নিয়ে আবার তৈরি হব।”

ম্যাচের পর মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াও বলেন, “শ্রেয়স যেভাবে ব্যাট করেছে, তাতে সব সুযোগ কাজে লাগিয়েছে।” মুম্বইয়ের বিরুদ্ধে শ্রেয়সের ইনিংস দেখে নাইটভক্তদের মনে পড়ছে গতবারের প্লে অফের কথা। হায়দরাবাদের বিরুদ্ধে ২৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন। নাইটদের ফাইনালে তুলেছিলেন। এবার কি চ্যাম্পিয়নও হতে পারবেন?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ