সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে টানা দুই ম্যাচ হারল চেন্নাই সুপার কিংস। কিন্তু তার থেকেও যেন অনেক বেশি চর্চা মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। কখনও তিনি নামছেন ৯ নম্বরে, কখনও-বা ৭ নম্বরে। দুটো ম্যাচেই রান তাড়া করে জিততে পারেনি চেন্নাই। তার জন্য বীরেন্দ্র শেহওয়াগের মতো প্রাক্তনী দুষছেন ধোনির ব্যাটিং অর্ডারকে। আবার চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং জানাচ্ছেন, কেন ধোনি ৯ নম্বরে নামছেন।
রাজস্থানের বিরুদ্ধে ৬ রানে হেরেছে চেন্নাই। ধোনি যখন ব্যাট করতে নামেন তখনও জিততে ৫৪ রান বাকি ছিল। ধোনি শেষ পর্যন্ত ১১ বলে ১৬ রান করে আউট হন। শেহওয়াগ বলছেন, “২ ওভারে ৪০ রান করা কঠিন কাজ। যত বড় প্লেয়ারই থাক না কেন, কাজটা কঠিন। দুয়েকবার হতে পারে। ধোনি একবার অক্ষর প্যাটেলের ওভারে ২৪-২৫ রান তুলেছিল, আরেকবার ইরফান পাঠানের ওভারে ১৯-২০ রান তুলেছিল। কিন্তু এক-দুটো ম্যাচের বাইরে আর কোনও উদাহরণ মনে আছে কি? গত পাঁচ বছরে সিএসকে ১৮০-র উপরে রান তাড়া করতে পারেনি।”
অন্যদিকে ম্যাচ হারলেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং। সেই সঙ্গে তিনি ব্যাখ্যা দিচ্ছেন কেন ধোনিকে বিভিন্ন জায়গায় নামানো হচ্ছে। তাঁর মতে, “ধোনির হাঁটু আর আগের মতো নেই। সেটা নিয়েও সাবধান থাকা দরকার। এখন আর টানা ১০ ওভার ও ব্যাট করতে পারবে না। ফলে আমাদের পরিস্থিতি বুঝে খেলতে হচ্ছে। আজ যেমন ম্যাচ সমানে-সমানে ছিল। তাই আগে পাঠানো হয়েছিল। অন্য প্লেয়ারদের সুযোগও করে দেয় ধোনি। দুটোর মধ্যে ভারসাম্য বজায় রাখছে ধোনি।”
সব মিলিয়ে কী দাঁড়াল? ধাঁধা এখনও অব্যাহত। পরের ম্যাচে ধোনি কখন নামেন, সেটাই এখন দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.