Advertisement
Advertisement
Suryakumar Yadav

আইপিএলে নয়া নজির সূর্যকুমারের, শচীনকেও ছাপিয়ে গেলেন মুম্বই তারকা

কমলা টুপির দৌড়েও রয়েছেন সূর্য।

IPL 2025: Suryakumar Yadav breaks Sachin Tendulkar's 15 year old Mumbai Indians record
Published by: Arpan Das
  • Posted:May 27, 2025 12:53 pm
  • Updated:May 27, 2025 12:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম দুইয়েও ওঠা হবে না হার্দিক পাণ্ডিয়াদের। সেই ম্যাচেও নয়া রেকর্ড গড়লেন সূর্যকুমার যাদব। যার ফলে তিনি টপকে গেলেন শচীন তেণ্ডুলকরকে।

Advertisement

চলতি আইপিএলে আগুনে ফর্মে আছেন সূর্য। সোমবার পাঞ্জাবের বিরুদ্ধে ৩৯ বলে ৫৭ রান করেন। সব মিলিয়ে এবারের আইপিএলে তাঁর রানসংখ্যা দাঁড়াল ৬১৯। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একটি মরশুমে সর্বোচ্চ রান ছিল শচীন তেণ্ডুলকরের। ২০১০ সালে কিংবদন্তি ক্রিকেটার করেছিলেন ৬১০ রান। সেই ১৫ বছর পুরনো রেকর্ড সোমবার ভেঙে দেন সূর্য।

মুম্বই যদি ফাইনালে যেতে পারে, তাহলে সূর্যর হাতে আরও তিনটি ম্যাচ থাকবে। আর ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক যে ফর্মে আছেন, তাতে তিনি জোর টক্কর দিতে পারবেন গুজরাটের দুই তরুণ সাই সুদর্শন ও শুভমান গিলকে। গত ১৪ ম্যাচে তাঁর রানের ছবিটা এরকম- ২৯, ৪৮, ২৭*, ৬৭, ২৮, ৪০, ২৬, ৬৮*, ৪০*, ৫৪, ৪৮*, ৩৫, ৭৩*, এবং ৫১*। এরকম ধারাবাহিকতা খুব কম ব্যাটারই দেখাতে পারেন।

তবে এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালেও ৬০০ রানের গণ্ডি অতিক্রম করেছিলেন সূর্য। সেবার ১৬ ম্যাচে করেছিলেন ৬০৫ রান। এছাড়া এবার এক মরশুমে মুম্বইয়ের হয়ে সবচেয়ে বেশি ছক্কাও হাঁকালেন তিনি। সূর্যর মোট ছয়ের সংখ্যা ৩২। সেখানে ২০০৮ সালে সনথ জয়সূর্য ৩১টি ছয় মেরেছিলেন।

একনজরে এক মরশুমে মুম্বইয়ের হয়ে সবচেয়ে বেশি রান-
৬১৯* – সূর্যকুমার যাদব (২০২৫)
৬১৮ – শচীন তেণ্ডুলকর (২০১০)
৬০৫ – সূর্যকুমার যাদব (২০২৩)
৫৫৩ – শচীন তেণ্ডুলকর (২০১১)
৫৪০ – লেন্ডল সিমন্স (২০১৫)
৫৩৮ – রোহিত শর্মা (২০১৩)

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ