সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ ল্যাপে এসে জমজমাট আইপিএল। প্লে অফের চার দল আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। তবে প্রথম চারে কোন দলের অবস্থান কী হবে, তা এখনও স্পষ্ট হয়নি। বলা ভালো, প্লে অফ দৌড় থেকে ছিটকে যাওয়া দলগুলিই তা স্পষ্ট হতে দিচ্ছে না। শেষ দু’দিন এলএসজি ও সানরাইজার্স হারিয়েছে গুজরাট টাইটান্স ও আরসিবি-কে। শনিবার পাঞ্জাব কিংস হারল দিল্লি ক্যাপিটালসের কাছে। ফলে প্লে অফ যাওয়া চার দলের কাছেই সুযোগ রয়েছে প্রথম দুইয়ে শেষ করার।
শনিবার জয়পুরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২০৬ রান করে পাঞ্জাব। ওপেনিং ভালো হয়নি তাদের। প্রভসিমরন সিং (২৮), জশ ইংলিশ (১২ বলে ৩২) শ্রেয়স আইয়াররা (৫৩) রান পান। শেষদিকে মার্কাস স্টয়নিসের ১৬ বলে অপরাজিত ৪৪ রানের সৌজন্যে দু’শো পার করে যায় পাঞ্জাব। দিল্লির হয়ে দুরন্ত বোলিং মুস্তাফিজুর রহমানের (৩/৩৩)। জবাবে ওপেনিং জুটিতে ৫৫ তুলে দিল্লির কাজটা সহজ করে দেন কেএল রাহুল (৩৫) এবং ফাফ ডু’প্লেসি (২৩)। রান পেয়েছেন করুণ নায়ারও (২৭ বলে ৪৪)। তবে দিল্লির জয়ের নায়ক সমীর রিজভি। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে আত্মপ্রকাশ করা এই তরুণ ২৫ বলে অপরাজিত ৫৮ করে ম্যাচের রং বদলে দেন। তাতেই ৩ বল হাতে রেখে ২০৮/৪ করে ফেলে দিল্লি।
দিল্লির জয় এবং পাঞ্জাবের হারে আইপিএলের প্লে অফের লড়াই আরও জমজমাট। যা পরিস্থিতি এখন যে কোনও দল যে কোনও পজিশনে শেষ করতে পারে। এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছে গুজরাট। ১৩ ম্যাচে তাঁদের সংগ্রহ ১৮ পয়েন্ট। আজ গুজরাটকে খেলতে হবে চেন্নাইয়ের বিরুদ্ধে। কোনওভাবে ম্যাচটি জিততে না পারলে ১৮ পয়েন্টেই থেকে যাবে তাঁরা। আবার নেট রান রেটও বিশেষ ভালো নয়। ফলে প্রথম দুইয়ে শেষ করাটা সংশয়ের হয়ে যাবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা পাঞ্জাব এবং আরসিবির পয়েন্ট ১৭। শেষ ম্যাচে পাঞ্জাবকে খেলতে হবে মুম্বইয়ের বিরুদ্ধে। যারা আবার রয়েছে চতুর্থ স্থানে ১৬ পয়েন্ট নিয়ে। ওই ম্যাচটিতে না জিততে পারলে পাঞ্জাবের প্রথম দুইয়ে শেষ করা হবে না। তারা থেকে যাবে তৃতীয় বা চতুর্থ স্থানে। অন্যদিকে পাঞ্জাবের বিরুদ্ধে জিতলে মুম্বই উঠে যেতে পারে প্রথম দুইয়ে। সব মিলিয়ে শনিবারের হার পাঞ্জাবের প্রথম দুইয়ে শেষ করার সুযোগকে রীতিমতো ধাক্কা দিয়েছে।
শেষ ম্যাচে আরসিবির প্রতিপক্ষ লখনউ। ওই ম্যাচটি জিততে পারলেই তাঁদের প্রথম দুই মোটামুটি নিশ্চিত। কিন্তু না জিততে পারলে তাদেরও প্রথম দুইয়ে শেষ করার সম্ভাবনা কার্যত শূন্য। সব মিলিয়ে শেষ ম্যাচে প্লে অফে থাকা সব দলের জন্যই মরণ-বাঁচন পরিস্থিতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.