ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই শুরু আইপিএলের দ্বিতীয় দফা। কিন্তু তার আগে সমস্যায় প্রায় সব ফ্র্যাঞ্চাইজি। ভারত-পাক সংঘর্ষবিরতির পরও অনেক বিদেশি প্লেয়ার ভারতে আসছেন না। তার জন্য বিভিন্ন রকম তুলে ধরা হচ্ছে। এর মধ্যে ধুয়ো তুলে অজি প্লেয়ারদের ভারতে আসতে ‘বারণ’ করলেন দু’বার আইপিএল জয়ী প্রাক্তন তারকা।
প্রায় ৯ দিন বন্ধ থাকার পর ফিরতে চলেছে আইপিএল। ফাইনালও পিছিয়ে গিয়েছে ৯ দিন। এই পরিস্থিতিতে অনেক বিদেশি প্লেয়ারদের যুক্তি, তাঁদের দেশের আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। কথাটা ভুলও নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আছে। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে। আবার প্রকাশ্যে স্বীকার না করলেও ভারতের সীমান্ত পরিস্থিতি নিয়ে অনেকেই চিন্তিত। সংঘর্ষবিরতি হলেও সেই সমস্যা মিটছে না।
এর মধ্যে নতুন করে ধুয়ো দিলেন মিচেল জনসন। তাঁর সাফ বক্তব্য, বিদেশি প্লেয়াররা যেন দ্বিতীয় দফার আইপিএলের জন্য ভারতে না ফেরে। তিনি বলছেন, “ক্রিকেট অস্ট্রেলিয়া প্লেয়ারদের বলেছে নিজেরা সিদ্ধান্ত নাও। সেই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু যথেষ্ট কঠিন। ক্রিকেটে এখন প্রচুর টাকা ওড়ে। কিন্তু আসলে তো এটা খেলাই। আবার আইপিএল শুরু হওয়ায় সেই আলোচনা ফের উঠছে। যদি কেউ আমাকে সিদ্ধান্ত নিতে বলে, তাহলে আমি নাই বলব। জীবনের নিরাপত্তা সবার আগে। টাকাটাই সব নয়।”
আবার ১১ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেখানে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। সেটা মনে করিয়ে জনসনের বক্তব্য, “ভুলে যাবেন না, সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আছে। সেটার জন্যও প্রস্তুতি নেওয়া দরকার। এটাও কিন্তু একটা বিষয়।” উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দু’বার আইপিএল জিতেছিলেন মিচেল জনসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.