Advertisement
Advertisement
Virat Kohli

আরসিবি ড্রেসিংরুম থেকে ‘চুরি’ গেল ব্যাট, ‘মাথায় হাত’ কোহলির! অপরাধী কে?

শেষ পর্যন্ত ব্যাট খুঁজে পেলেন কোহলি?

IPL 2025: Virat Kohli gets pranked by RCB teammate Tim David after win vs RR
Published by: Arpan Das
  • Posted:April 14, 2025 2:53 pm
  • Updated:April 14, 2025 2:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে ব্যাট দিয়ে হাফসেঞ্চুরি করলেন, ম্যাচের পর সেটাই কি ‘চুরি’ হয়ে গেল? তারপর তো কার্যত ‘মাথায় হাত’ বিরাট কোহলির! আর সেই কাণ্ডটা ঘটল একেবারে আরসিবি’র ড্রেসিংরুম থেকে। অবশেষে অনেক খোঁজাখুঁজির ব্যাট উদ্ধার হল। কিন্তু এই ‘চোর’টি কে? দলের বাকিরাও কি জানতেন এই বিষয়ে?

Advertisement

রাজস্থানের বিরুদ্ধে ৪৫ বলে ৬২ রান করেন বিরাট। যা বেঙ্গালুরু তারকার একশোতম হাফসেঞ্চুরি। আর কোনও ভারতীয়র এই কৃতিত্ব নেই। কিন্তু ড্রেসিংরুমে ফিরে এসে কী দেখলেন? তার ব্যাগ থেকে একটা ব্যাট খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ ধরে খুঁজেই চললেন। অবশেষে ব্যাটটি পাওয়া গেল টিম ডেভিডের ব্যাগ থেকে। আসলে দলের বাকি সতীর্থরা জানতেন এই ‘চুরি’র ঘটনা। সবাই মিলে কোহলির সঙ্গে ‘প্র্যাঙ্ক’ করছিলেন।

পরে আরসিবি অলরাউন্ডার টিম ডেভিড বলেন, “আমি দেখছিলাম, কতক্ষণে কোহলি বুঝতে পারেন, ওর একটা ব্যাট হারিয়ে গিয়েছে।” আর কোহলি বলেন, “আমি গতকালই নিজের ব্যাট গুনেছি। দেখলাম সাতটা ব্যাট আছে। আর আজ ছটা হয়ে গিয়েছে।” পরে অবশ্য ধরা পড়ে ডেভিড বলেন, “আমি তো ধার হিসেবে নিয়েছিলাম।” বিরাটও বুঝতে পারেন, এই ঘটনায় সবাই জড়িত। তিনিও বলেন, “সবাই জানত, তাই না?”

ঘটনা হচ্ছে, বিরাটের ব্যাগ থেকে এবারই প্রথম ‘চুরি’র ঘটনা ঘটল না। এর আগে ‘চুরি’ যায় কোহলির পারফিউমের বোতল। কেকেআরের বিরুদ্ধে জেতার পর স্বস্তিক চিকারা কোহলির ব্যাগ থেকে পারফিউমের বোতল তুলে নেন। যার উত্তরে স্বস্তিক জানান, এটা কোহলির ভালোর জন্যই করেছেন। তিনি বলছেন, “বিরাট তো আমাদের বড়দাদা। তাই ও যাতে খারাপ পারফিউম ব্যবহার না করে, সেটা আমি দেখছিলাম। আমি পারফিউম ব্যবহার করার পর কোহলি জিজ্ঞেসও করে, কেমন এটা? আমি বললাম ভালোই।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ