ছবি বিসিসিআই
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা সাত অ্যাওয়ে ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লখনউ সুপার জায়ান্টসের দেওয়া ২২৮ রানের বিশাল লক্ষ্য ১৮.৪ ওভারেই তুলে নিয়েছে আরসিবি। এই ম্যাচে বিরাট কোহলি উপহার দিয়েছেন ৩০ বলে ৫৪ রানের একটা অসাধারণ ইনিংস। এর সঙ্গে লিগ পর্বের শেষ ম্যাচে এমন এক নজির গড়েছেন, যা অন্য কারওর নেই।
লখনউ ম্যাচে আইপিএলে ৯ হাজার রান পূরণ করেছেন বিরাট কোহলি। মজার ব্যাপার হল, কোনও একক ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯০০০-এরও বেশি টি-টোয়েন্টি রান করা প্রথম ব্যাটার হিসেবে মাইলফলক অতিক্রম করেছেন কোহলি। ২০০৮ সাল থেকে তিনি আরসিবি’র সঙ্গে যুক্ত। দীর্ঘ ১৭টা বছর আরসিবি’র জার্সি গায়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন তিনি। হয়তো এই কারণেই বিরাটকে আরসিবি’র হৃদস্পন্দন বলা হয়।
কোহলির পর তালিকায় দ্বিতীয় স্থানে রোহিত শর্মা। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৬০৩০ রান করেছেন। অর্থাৎ দেখা যাচ্ছে, প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে বিস্তর ফারাক। এরপর রয়েছেন জেমস ভিন্স। তিনি ৫৯৩৪ রান করেছেন হ্যাম্পশায়ারের হয়ে। চেন্নাই সুপার কিংসের হয়ে সুরেশ রায়না করেছেন ৫৫২৮ রান। এমএস ধোনির ৫৩১৪ রান রয়েছে চেন্নাই সুপার কিংসের হয়ে। তাছাড়াও বিরাট কোহলি ডেভিড ওয়ার্নারের রেকর্ডকেও টপকে গিয়েছেন। আইপিএলে আইপিএলে সর্বাধিক পঞ্চাশের বেশি রানের রেকর্ড (৬৩) এখন কোহলির নামের পাশেই।
চলতি মরশুমে আরও একটা নজির স্পর্শ করেছেন বিরাট। এবার তাঁর রান সংখ্যা ৬০২। এলএসজি ম্যাচে ৫২ রান করার পর পঞ্চম বারের মতো কোনও মরশুমে ৬০০-র অধিক রান করলেন বিরাট। এর ফলে সবচেয়ে বেশিবার ৬০০-র বেশি রান করে রেকর্ড গড়েছেন ‘কিং’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.