সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট জীবনে প্রায় সব ট্রফিই জিতেছেন। তবু ১৭ বছরের চেষ্টায় জেতা হয়নি আইপিএল। এবার কি সেই অধরা ট্রফি ঢুকতে চলেছে বিরাট কোহলির ক্যাবিনেটে? আরসিবি ইতিমধ্যেই ফাইনালে। বাকি আর একটা ম্যাচ। আর পাঞ্জাবকে হারিয়ে স্ত্রী অনুষ্কার দিকে কোহলি ইঙ্গিত করে যেন সেটাই বোঝালেন। তার সঙ্গেই ভক্তদের মধ্যে শুরু হচ্ছে অন্য জল্পনাও।
বিশ্বকাপ জিতে অবসর নিয়েছিলেন টি-টোয়েন্টি থেকে। দিনকয়েক আগে বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেটকেও। অবশ্য ওয়ানডে তিনি খেলবেন। কিন্তু এবার কি আইপিএল’কে বিদায় জানানোর পালা? প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে হেলায় হারিয়েছে আরসিবি। প্রথমবার ট্রফিজয়ের সুযোগ বেঙ্গালুরুর কাছে। ম্যাচের পর দেখা যায় অনুষ্কা দাঁড়িয়ে আছেন গ্যালারিতে। চোখে-মুখে স্বস্তির হাসি। আর কোহলিও হাসিমুখে এগিয়ে যান সেদিকে।
হঠাৎই এক হাত তুলে ইশারা করেন অনুষ্কার দিকে। যেন বুঝিয়ে দেন, চ্যাম্পিয়ন হতে আর একটাই ম্যাচ বাকি! অনুষ্কাও উচ্ছ্বাসে ফেটে পড়েন। কিন্তু ট্রফিজয়ের সম্ভাবনার মধ্যেই ‘সিঁদুরে মেঘ’ দেখছেন আরসিবি সমর্থকরা। এক আঙুল তুলে তিনি কি শুধু আরসিবি’র জয়ের কথাই বললেন? না কি এটাও বোঝালেন যে, আর একটা ম্যাচই আইপিএলে শেষ হতে চলেছে?
আসলে সমর্থকদের উদ্বেগ, সেরা ফর্মে থাকতে টি-টোয়েন্টি ছেড়েছেন। টেস্ট ক্রিকেটকেও সম্মানের সঙ্গে বিদায় জানিয়েছেন। আইপিএল জিতলে তার থেকে ভালো মঞ্চ কি আর হতে পারে সরে যাওয়ার? সেটাই ভাবাচ্ছে আরসিবি ভক্তদের।
9 years of waiting & are into the Final! ❤️ outclass in with a thumping win to storm into the Final in style! 💥
P.S: Punjab will now meet the winner of the Eliminator!
UP NEXT in 👉🏻 | Eliminator | FRI, 30th…
— Star Sports (@StarSportsIndia)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.