সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধারাভাষ্য দিতে গিয়ে মাঝে মাঝেই তিনি বিতর্কে জড়িয়ে পড়েন। বছর ছয়েক আগে রবীন্দ্র জাদেজাকে ‘টুকরো-টাকরা’ ক্রিকেটার হিসেবে বর্ণনা করে বিতর্কে জড়িয়েছিলেন সঞ্জয় মঞ্জরেকর। আর এবার বিরাট কোহলিকেও সমালোচনা করতে ছাড়লেন না। তাঁর স্ট্রাইক রেট নিয়ে রীতিমতো পরোক্ষে খোঁচা মেরেছেন তিনি। যদিও এ ব্যাপারে মঞ্জরেকরকে ধুয়ে দিয়েছেন বিরাট কোহলির ভাই বিকাশ কোহলি।
বিতর্কের জন্ম আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের পর। মঞ্জরেকর বলে বসেন বিরাট-বুমরাহর দ্বৈরথকে আর ‘সেরা বনাম সেরা’র লড়াই বলা যায় না। তিনি দাবি করেন, বিরাট নাকি তাঁর সেরা সময় পেরিয়ে গিয়েছেন। এমনকী আইপিএলের সেরা ১০ ব্যাটারের তালিকায় বিরাটের নাম পর্যন্ত রাখেননি তিনি। এরপর নেটিজেনদের রোষের মুখে পড়েছেন মঞ্জরেকর। অনেকের দাবি, বিরাটকে সমালোচনা করে নিজেকেই আসলে প্রচারে রাখতে চান তিনি।
কোহলির ভাই যা নিয়ে চুপ থাকেননি। তিনি লেখেন, ‘সঞ্জয় মঞ্জরেকরের ওডিআই স্ট্রাইক রেট ৬৪.৩১। তাঁর পক্ষে ২০০-র বেশি স্ট্রাইক রেট নিয়ে মন্তব্য করা খুবই সহজ।’ অর্থাৎ মঞ্জরেকরকে ঘুরিয়ে কান ধরে বিকাশ বুঝিয়ে দিলেন, বিরাটের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করার যোগ্যতা তাঁর নেই।
মুম্বই ম্যাচে কোহলি করেছিলেন ৪৭ বলে ৫১। স্ট্রাইক রেট ছিল মাত্র ১০৮.৫১। আর এমন ‘মন্থর’ ইনিংস নিয়ে চটেছেন মঞ্জরেকর। যদিও চলতি আইপিএলে অসাধারণ ফর্মে রয়েছেন বিরাট। ১০ ম্যাচে ৪৪৩ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৩৮.৮৭। কমলা টুপির লড়াইয়ে বিরাট রয়েছে দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছেন সাই সুদর্শন (৪৫৬)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.