Advertisement
Advertisement
Ajinkya Rahane

‘আরও শক্তিশালী হয়ে ফিরব’, ব্যর্থ মরশুম কাটিয়ে রাহানের মুখে আগামীর ভাবনা

নাইটদের হয়ে এই মরশুমে সর্বোচ্চ রান করেছেন তিনিই।

IPL 2025: 'We will come back stronger', Rahane's thoughts on the future after a failed season

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:May 26, 2025 9:49 am
  • Updated:May 26, 2025 11:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১১০ রানের বিশাল ব্যবধানে পর্যুদস্ত হয়েছে কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলে নিজেদের শেষ ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে শেষ করেছে নাইটরা। গোটা টুর্নামেন্টে একেবারের ছন্দে পাওয়া যায়নি গত মরশুমের চ্যাম্পিয়নদের। ১৪ ম্যাচে মাত্র ৫টিতে জয় পেয়েছে কেকেআর। আর এহেন হতাশাজনক মরশুম কাটানোর পর নাইট দলনায়ক অজিঙ্ক রাহানে স্বীকার করে নিয়েছেন, দল হিসেবে ভালো খেলতে পারেনি তাঁর দল।

তিনি বলেন, “ভালো-মন্দ মিশিয়েই ছিল এই মরশুম। আমাদের সামনে সুযোগ থাকলেও দল হিসেবে আমরা খুব একটা ভালো খেলতে পারিনি। কিছু ম্যাচ আমরা জেতার মতো জায়গায় থেকেও হেরে গিয়েছি। লখনউ সুপার জায়ান্টস কিংবা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের ফলাফল অন্যরকম হতেই পারত। যদিও শেষমেশ তা হয়নি।” রাহানের সংযোজন, “অধিনায়ক হিসেবে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শুরু করা সব সময় কঠিন। প্রত্যাশা বেশি থাকে। তবে, আমরা সেরাটাই দিয়েছি। পরের বছর আমরা অবশ্যই আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।” যদিও প্রশ্ন উঠছে, আগামী মরশুমে কি আদৌ অধিনায়ক থাকবেন রাহানে? 

টুর্নামেন্টের শুরু থেকেই ‘স্পটলাইট’ ছিল ভেঙ্কটেশ আইয়ারের উপর। মেগা নিলামে কেকেআর তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় দলে নিয়েছিল। তাঁকে দলের সহ-অধিনায়কও করা হয়। কিন্তু আসল কাজের বেলা একেবারে অষ্টরম্ভা ছিলেন। ১১ ম্যাচে করেছেন মাত্র ১৪২ রান। অন্যদিকে, নাইটদের হয়ে এই মরশুমে সর্বোচ্চ রান করেছেন রাহানে (৩৯০)। তাঁর কথায়, “আমাদের দু-তিনজন ব্যাটারের খারাপ সময় কেটেছে। তারা স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। এর মধ্যে ভেঙ্কটেশ আইয়ারও ছিল। তবে ও যথাসাধ্য পরিশ্রম করেছে। কিন্তু এর জন্য ওকে দোষ দেওয়া ঠিক নয়। আর টাকার চাপকে তো একেবারেই দায়ী করা উচিত নয়। দুর্ভাগ্য যে ভেঙ্কটেশ ছাড়াও আরও অনেকেই রান পায়নি। বুঝতে পারি যে, আগের মরশুমগুলোয় ভালো খেললে প্রত্যাশার চাপ থাকে। সেই প্রত্যাশা পূরণ করা কঠিন। তবে আমার বিশ্বাস ওরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।”

বোলারদের প্রশংসা করে তিনি বলেন, “হর্ষিত ভালো বোলিং করেছে। বরুণ তো দারুণ। ও তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুর্দান্ত ছিল। হর্ষিত, বরুণ, সুনীল, বৈভব প্রত্যেকেরই প্রশংসা করব।” উল্লেখ্য, বরুণ চক্রবর্তী এবং বৈভব অরোরা ১৭টি উইকেট পেয়েছেন। হর্ষিতের শিকার ১৫ উইকেট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement