সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় ম্যাচ এলেই তিনি ফ্লপ। তা সে বিশ্বকাপের মঞ্চেই হোক, কিংবা আইপিএল। প্রথমে আসা যাক ২০২৩-এর ওয়ানডে বিশ্বকাপের কথায়। মাত্র ৪ রানেই সাজঘরে ফিরেছিলেন। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও সেট হয়ে ৩১ রানে আউট শুভমান গিল। এবার আইপিএলের এলিমিনেটরেও মাত্র ১ রানে ট্রেন্ট বোল্টের বলে লেগবিফোর টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক। ফলস্বরূপ মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে ছিটকে যেতে হয়েছে শুভমানের গুজরাট টাইটান্সকে। দলনায়কের এমন ‘ফ্লপশো’তে বেজায় খাপ্পা সমর্থকরা। তাঁকে নিয়ে সোশাল মিডিয়ায় রীতিমতো মিমের বন্যা।
শুভমান আউট হলেও সাই সুদর্শন মরণ কামড় দেওয়ার চেষ্টা করেছিলেন বটে। ৪৯ বলে ৮০ রান করলেও ম্যাচটা শেষ করে আসতে পারেননি। পরের দিকে ওয়াশিংটন সুন্দর (৪৮) চেষ্টা করলেও বাকিরা প্রত্যাশামতো খেলতে পারেননি। কিন্তু সমর্থকদের কে বোঝাবে এসব! তাঁরা ক্যাপ্টেনকেই শাপশাপন্ত করছেন। তাঁদের কেউ মনে করছেন, বড় ম্যাচ এলেই শুভমানের যেন ঘুম পেয়ে যায়। কাঁথার তলায় লুকিয়ে পড়বে বলে তাড়াতাড়ি আউট হয়ে যান।
Shubman Gill in every important match
— Binod (@wittybinod)
আর-এক নেট নাগরিক তো আবার বিসিসিআইয়ের উপর ক্ষোভ উগরে দেন। তাঁর কথায়, ‘ভারতীয় বোর্ডকে বলছি, দ্রুত অধিনায়ক বদল করুন। জশপ্রীত বুমরাহকে টেস্ট অধিনায়ক করার দাবি জানাচ্ছি। শুভমান গিলকে অধিনায়ক বাছাটা মহান ভুল।’ অন্য একজনের সংযোজন, ‘যাহা ম্যাটার বড়ে হোতে হ্যায় উহা গিল প্যাভিলিয়ন চল পড়ে হোতে হ্যায়।’ অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, বড় ম্যাচ হলে গিলের নজর প্যাভিলিয়নের দিকে থাকে।
Shubman Gill saab
— himanshi ♡ (@me__himanshi)
একজন আবার রোহিত শর্মার ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বড় ম্যাচের খেলোয়াড়’। উল্লেখ্য, শুভমান গিলের নেতৃত্বে গত আইপিএলে অষ্টম স্থানে শেষ করেছিল গুজরাট। আর এবার একটা সময়ে শীর্ষে থাকলেও মোমেন্টাম ধরে রাখতে না পেরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে যায়। শেষমেশ এলিমিনেটর ম্যাচে মুম্বইয়ের কাছে হেরে অষ্টাদশ আইপিএল অভিযান শেষ করতে হয়েছে শুভমানদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.