সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছে আরসিবি-কেকেআর ম্যাচ। যদিও নিছক আইপিএল নয়, আবেগ ছিল কোহলিকে নিয়ে। টেস্ট অবসরের পর তাঁর মাঠে নামার অপেক্ষা ছিল ক্রিকেটপ্রেমীদের। সেটা হয়নি। কিন্তু শনিবার বেঙ্গালুরুর আকাশে যা দেখা গেল, তাতে ভক্তরা মনে করছেন, প্রকৃতিও বোধহয় কোহলিকে সম্মান জানিয়ে গেল।
১২ মে আচমকা ইনস্টাগ্রাম পোস্টে লাল বলের ক্রিকেটকে বিদায়ের কথা জানান কোহলি। অর্থাৎ অজি সফরই তাঁর সাদা জার্সিতে শেষ টুর্নামেন্ট। এক অর্থে, কোনও বিদায়ী সংবর্ধনাও পেলেন না তিনি। সেই আক্ষেপ পূরণের সমস্ত প্রস্তুতি নিয়ে এসেছিল আরসিবি ভক্তরা। চিরাচরিত লাল-কালো নয়, সাদা জার্সিতে ভরে উঠেছিল চিন্নাস্বামী স্টেডিয়াম। ছিল অনেক ব্যানারও।
শুধু যাঁর জন্য এত কিছু, সেই কোহলিই মাঠে নামতে পারলেন না বৃষ্টির জন্য। গোটা স্টেডিয়াম যখন বৃষ্টির থামার জন্য প্রার্থনা করছে, তখন আকাশে দেখা গেল অদ্ভুত দৃশ্য। ঘন কালো মেঘ, ইলশে গুঁড়ি বৃষ্টি। তার মধ্যে স্টেডিয়ামের উপর পাক খাচ্ছে একঝাঁক সাদা পাখি। কেউ বলছে পায়রা, কেউ-বা বক। তবে যাই হোক না কেন, সাদা জার্সি থেকে কোহলির অবসরের পর আকাশে সাদা পাখিদের অবিরাম আনাগোনা যেন কোহলিকেই সম্মান জানাল। এমনটাই মনে করছেন অনেকে।
ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। অনেকে বলছেন, ‘আকাশ কাঁদছে, সাদা পাখিরা স্টেডিয়ামের উপর উড়ছে। সমর্থকরা সাদা জার্সি পরে গ্যালারিতে। কিং কোহলির জন্য এরচেয়ে সম্মানের আর কি হয়!’ সমর্থকদের মধ্যেও প্রশ্ন ছিল, ‘কোহলি কখন নামবেন?’ তিনি অবশ্য আর নামেননি। কিন্তু আরসিবি’র প্লে অফে ওঠা কার্যত নিশ্চিত।
just WOW!🥺♥️
nature’s tribute to as well…😍
🕊🏟🕊
even the whites in the sky made rounds over
— WhiteArmy🤍— ಸನತ್ ಕುಮಾರ್ (@IamSanathKumar)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.