ছবি: আইপিএল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল ফাইনালে (IPL 2025 Final) মুখোমুখি পাঞ্জাব-আরসিবি (RCB Vs PBKS)। যারা এর আগে কখনও চ্যাম্পিয়ন হয়নি। মহা মোকাবিলা দেখার জন্য তৈরি দেশের ক্রিকেটভক্তরা। কিন্তু সেখানে ভোগাতে পারে বৃষ্টি। অন্তত আহমেদাবাদের পূর্বাভাস (Ahmedabad Weather Forecast) তাই বলছে। সেক্ষেত্রে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যদি ম্যাচ ভেস্তে যায়, তাহলে চ্যাম্পিয়ন হবে কোন দল?
আইপিএল ফাইনাল ও একটি কোয়ালিফায়ার হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে। যদিও পরে সেটি সরিয়ে দেওয়া হয় আহমেদাবাদে। বলা হয়েছিল, বৃষ্টির পূর্বাভাসের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনা হচ্ছে, কলকাতায় এর মধ্যে বৃষ্টির পূর্বাভাস নেই। কিন্তু গুজরাটে দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ বৃষ্টির জন্য ২ ঘণ্টা ১৫ মিনিট পিছিয়ে যায়। ফাইনালেও ঠিক একই পরিস্থিতি হতে পারে।
মঙ্গলবার আহমেদাবাদে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিক তাপমাত্রা নামতে পারে ২৭ ডিগ্রিতে। আকাশ মূলত মেঘলা থাকবে। বিচ্ছিন্নভাবে বৃষ্টিও হতে পারে। এই নিয়ে আহমেদাবাদের আবহাওয়া বিভাগের প্রধান অরুণকুমার দাসানে বলেন, “আমাদের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে আহমেদাবাদ ও পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায়। আকাশ মূলত মেঘলাই থাকবে।”
তাতেই মুখ ভার সমর্থকদের। সেই সঙ্গে প্রশ্ন, যদি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে চ্যাম্পিয়ন কে হবে? প্রথম বিষয় হচ্ছে, ফাইনালের জন্য একটি রিজার্ভ দিন আছে। সেক্ষেত্রে ম্যাচ পরের দিন হবে। ঠিক যেরকম ২০২৩ সালের ফাইনালে হয়েছিল। তার পরদিনও যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তাহলে লিগ টেবিলে যে দল আগে শেষ করেছিল, তারাই চ্যাম্পিয়ন হবে। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল শ্রেয়সের পাঞ্জাব। সমসংখ্যক পয়েন্ট নিয়েও নেট রানরেটের কারণে দ্বিতীয় স্থানে ছিল আরসিবি। অর্থাৎ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে পাঞ্জাব কিংস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.