Advertisement
Advertisement

Breaking News

IPL 2025

আহমেদাবাদে কোয়ালিফায়ারে ভোগাবে বৃষ্টি? পাঞ্জাব-মুম্বই ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে কোন দল?

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুই দলের পরিসংখ্যান কেমন?

IPL 2025: Who will qualify if PBKS and MI match washed out due to rain
Published by: Arpan Das
  • Posted:June 1, 2025 10:26 am
  • Updated:June 1, 2025 10:26 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। কিন্তু সেখানে কি ভোগাতে পারে বৃষ্টি? আর যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তাহলে ফাইনালে যাবে কোন দল?

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে শনিবার পাঞ্জাবের অনুশীলনের সময় বৃষ্টি হয়েছে। রবিবার সন্ধ্যায় তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে সেটা নামতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসে। আর্দ্রতা থাকতে পারে ৪৮ থেকে ৫৬ শতাংশ। আকাশ পরিষ্কার থাকারই পূর্বাভাস।

তবে বৃষ্টি হলেও খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। বিসিসিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী, আইপিএলের ম্যাচের অতিরিক্ত সময় একঘণ্টার বদলে বাড়িয়ে দু’ঘণ্টা করা হয়েছে। যদি সাড়ে ন’টায় শুরু হয়, তাহলেও চল্লিশ ওভারের ম্যাচ চলতে পারে। পাঁচ ওভারের ম্যাচের ক্ষেত্রে ‘কাট অফ টাইম’ শুরু হবে রাত ১১টা ৫৬ থেকে। তবে সমর্থকরা কোনওভাবেই চাইবেন না সেই পরিস্থিতি তৈরি হোক।

তবে যদি নিতান্তই ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে ফাইনালে যাবে কোন দল? লিগ পর্যায়ের টেবিলে পাঞ্জাব শীর্ষে ছিল। মুম্বই ছিল চতুর্থ স্থানে। বৃষ্টিতে ম্যাচ বাতিল হলে দেখা হবে লিগ টেবিলের অঙ্ক। সেক্ষেত্রে ফাইনালে পৌঁছে যাবেন শ্রেয়সরা। আর ছিটকে যাবে হার্দিক পাণ্ডিয়ার দল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের অতীত পরিসংখ্যানও কিন্তু পাঞ্জাবের হয়েই কথা বলছে। প্রীতি জিন্টার দল এখানে ৬টি ম্যাচ খেলেছে। তিনটি জিতেছে, দুটিতে হার। একটি ম্যাচ অমীমাংসিত। অন্যদিকে মুম্বই আহমেদাবাদে ৬টি ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে। জয় একটিতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement