Advertisement
Advertisement

Breaking News

KKR

বাকি মাত্র এক ম্যাচ, তবুও পাওয়েলের বদলি নিল কেকেআর, পরের বছরের প্রস্তুতি শুরু?

প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে নাইটরা।

IPL 2025: With only one match left, KKR still replaces Powell, will preparations for next year begin?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:May 18, 2025 2:08 pm
  • Updated:May 18, 2025 2:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সংঘর্ষের আবহে ১০ দিন বন্ধ ছিল আইপিএল। শনিবার দ্বিতীয় দফার আইপিএল ফিরলেও বৃষ্টির কারণে খেলা হয়নি এক ওভারও। আর ম্যাচ পরিত্যক্ত হতেই প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে কেকেআর। নাইটদের বাকি আর মাত্র একটা ম্যাচ। তার আগে নতুন এক ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করল কলকাতা নাইট রাইডার্স।

Advertisement

নাইটরা দলে নিয়েছে মধ্যপ্রদেশের ‘রহস্য স্পিনার’ শিবম শুক্লাকে। যদিও চলতি মরশুমে মাত্র একটি ম্যাচের জন্য নাইটদের সঙ্গে থাকবেন তিনি। কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে। ক্যারিবিয়ান ব্যাটার রভম্যান পাওয়েলের জায়গায় নেওয়া হয়েছে শিবমকে। আইপিএলের দ্বিতীয় পর্বে ভারতে আসেননি পাওয়েল। অনেকের ধারণা, শিবমকে দলে নিয়ে পরের বছরের প্রস্তুতি শুরু করে দিল কেকেআর। 

২০২৪-এর সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে অভিষেক হয়েছিল ২৯ বছর বয়সি শিবমের। আট ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৮টি। ইকোনমি রেট ৬.৩০। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়াম সি-তে বাংলার বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। মুস্তাক আলি ট্রফিতে এটাই তাঁর সেরা বোলিং পরিসংখ্যান।

মধ্যপ্রদেশ টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী আসরে মুগ্ধ করেছিলেন এই স্পিনার। এক ম্যাচে পাঁচ উইকেট-সহ ১০টি উইকেট নিয়ে বেগুনি টুপি জিতেছিলেন তিনি। চলতি মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের নেট বোলার হিসেবে তাঁকে দেখা গিয়েছিল। ২৫ মে কার্যত নিয়মরক্ষার সেই ম্যাচে নাইটদের মুখোমুখি হবে সানরাইজার্স। শিবম ওই ম্যাচে সুযোগ পাবেন কিনা, তা সময়ই বলবে। কেকেআর দলে সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর সঙ্গে শিবমের অন্তর্ভুক্তি তাদের স্পিনিং বিভাগকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement