সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ ওভারে চেন্নাইয়ের জিততে দরকার ছিল ১৫ রান। বল হাতে যশ দয়াল। এক ওভারে ৫ ছক্কা খাওয়ার ‘কলঙ্ক’ ছিল যাঁর নামে। আরসিবি বোলার প্রথম তিন ওভারে দিলেন দুই রান। তুলে নিলেন ধোনির উইকেট। কিন্তু তারপরই মারাত্মক ভুল। নো বল, আর সেটাতেই শিবম দুবের বিরাট ছক্কা। নায়ক থেকে ভিলেন হওয়া যেন সময়ের অপেক্ষা। সেই সময় কি দয়ালের মনে পড়ছিল বিরাট কোহলির বলা কথাগুলো? ‘তুই ঝড় তোল, আমি সঙ্গে আছি।’
২০২৩-এ রিঙ্কু সিংয়ের হাতে পাঁচ ছক্কা খাওয়ার পর বিপর্যস্ত হয়েছিলেন তিনি। সেখান থেকে আরসিবি তাঁকে কিনে নেয়। গত বছরও ভালো পারফর্ম করেছিলেন। বেঙ্গালুরু তাঁকে রিটেইন করে। আর দুবের হাতে শনিবার নো বলে ছক্কা খাওয়ার পরের দুই বলে দয়াল দিলেন মাত্র ৩ রান। বেঙ্গালুরু ম্যাচ জেতে ২ রানে। কীভাবে মাথা ঠান্ডা রেখে আরসিবি’কে জেতালেন তিনি? নেপথ্যে রয়েছে কোহলির মন্ত্র।
দয়ালের বাবা চন্দ্রপাল এই প্রসঙ্গে বলেছিলেন, “কোহলি ওকে খুব সাহস জোগায়। দয়াল আরসিবি’তে আসার পর ওকে প্রায়ই ঘরে ডেকে অনেক বিষয়ে পরামর্শ দিত। বিরাট ওকে বলেছিল, ‘পরিশ্রম করতে থাক। ঝড় তুলে দে। আমি তোর পাশে আছি। চিন্তা করিস না। পরিশ্রম করা ছাড়বি না। ভুল হোক। কিন্তু শেখা থামাবি না’।”
সেই শিক্ষা যে দয়াল ভালোমতোই নিয়েছেন, এটা নিয়ে কোনও সংশয় নেই। গত বছর ১৪ ম্যাচে তাঁর পকেটে ছিল ১৫ উইকেট। এবার ১১ ম্যাচেই হয়ে গিয়েছে ১০ উইকেট। আরসিবি’ও ১১ ম্যাচে ১৬ পয়েন্ট লিগ টেবিলের শীর্ষে। কোহলির মন্ত্রেই কোহলিকে অধরা আইপিএল এনে দিতে পারবেন দয়াল?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.