Advertisement
Advertisement
Pat Cummins and Travis Head

ছাড়তে হবে অস্ট্রেলিয়ার জার্সি! কামিন্স-হেডকে ১০০ কোটির বেশি প্রস্তাব আইপিএল ফ্র্যাঞ্চাইজির

কী সিদ্ধান্ত নিলেন দুই অজি তারকা?

IPL Franchise Offered Pat Cummins And Travis Head each 58 crore Salaries To Quit Australian Cricket
Published by: Arpan Das
  • Posted:October 8, 2025 1:40 pm
  • Updated:October 8, 2025 1:40 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে দুজনেই খেলেন একদলে। প্যাট কামিন্স ও ট্র্যাভিস হেড, দুজনেই দেশের জার্সিতে যেমন সফল, তেমনই আইপিএলে দুরন্ত পারফর্ম করেন। আন্তর্জাতিক ক্রিকেটেও ভারতকে ভুগিয়েছেন দুজন। জানা গিয়েছে, দুজনকে শুধু বছরভর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য বিরাট অঙ্কের টাকার প্রস্তাব দিয়েছিল একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি।

Advertisement

তার পরিমাণ কত? মোটামুটি হিসেবটা ৫৮ কোটি টাকা প্রত্যেকের জন্য। সব মিলিয়ে ১১৬ কোটি টাকা। সোজা কথায়, বছরভর ওই ফ্র্যাঞ্চাইজির হয়ে বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলুক তাঁরা। অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমের মতে, তাঁদের প্রত্যেকের পকেটে প্রতি বছর ঢুকবে ১০ মিলিয়ন ডলার। বদলে অস্ট্রেলিয়ার হয়ে খেলা ছাড়তে হবে। যদিও এই প্রস্তাব সরকারি ভাবে তাদেরকে দেওয়া হয়নি। কিন্তু কামিন্স ও হেড, এই প্রস্তাবে সম্মতি দেননি বলেই খবর। অস্ট্রেলিয়ার হয়ে খেলাটাকেই তাঁরা অগ্রাধিকার দিয়েছেন। কোন ফ্র্যাঞ্চাইজি থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তাও জানা যায়নি।

আইপিএলে দুই তারকাই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন। ২০২৪-এ মহানিলামের সময় তাদের অধিনায়ক কামিন্সকে ১৮ কোটি টাকায় ধরে রাখা হয়। অন্যদিকে হেডকে ধরে রাখে ১৪ কোটি টাকায়। ঘটনা হচ্ছে, অস্ট্রেলিয়ার হয়ে সারা বছর খেলার জন্যও এত টাকা পান না দুই তারকা। কামিন্স টেস্ট ও ওয়ানডের অধিনায়ক। তিনি বছরে ১৭.৪৮ কোটি টাকা পান। অন্যদিকে অস্ট্রেলিয়া বোর্ডের থেকে হেডের বার্ষিক আয় ৮.৭৪ কোটি টাকা।

এই প্রস্তাবের সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় নিয়েও চর্চা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশকে বেসরকারি করা হতে পারে। তাতে সবকটি দলেরই বিনিয়োগের পরিমাণ বাড়বে, বাজেটও বাড়বে। ক্রিকেটাররাও বেশি লাভ করবে, এই নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড, প্লেয়ারদের সংগঠন ও প্রাদেশিক সংস্থা কথা বলছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ