ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হতে বাকি আর মাত্র ২০ দিন। তার আগে ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে প্রস্তুতিতে মগ্ন ভারতীয় ‘এ’ দল। দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, শার্দূল ঠাকুররা। লিডসে নেমে পড়ার আগে তাঁরা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। আর এই পরিস্থিতিতে আগেভাগেই ইংল্যান্ড যেতে চাইছেন কেএল রাহুল। এ ব্যাপারে তিনি ভারতীয় বোর্ডের কাছে অনুরোধও করেছেন বলে জানা গিয়েছে।
আইপিএলে ছিটকে গিয়েছে রাহুলের দল দিল্লি ক্যাপিটালস। তবে এখন এই সময়টা মোটেও ‘অখণ্ড অবসরে’ কাটাতে চাইছেন না ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার। ইংল্যান্ডে তিনি ভারতীয় ‘এ’ দলের সঙ্গে যোগ দিয়ে পরবর্তী বেসরকারি টেস্টে নেমে পড়তে চাইছেন। জানা গিয়েছে, রাহুলের এই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে বিসিসিআই।
সূত্রের খবর, ২ জুন সোমবার ইংল্যান্ড উড়ে যাচ্ছেন রাহুল। বিসিসিআইয়ের এক কর্তা সংবাদমাধ্যমকে বলেন, “রাহুল সোমবার ইংল্যান্ড যাচ্ছেন। সেখানে ও ভারতীয় ‘এ’ দলের হয়ে দ্বিতীয় বেসরকারি টেস্ট খেলবে। রাহুল মূল দলের অংশ। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের আগে ওকে আমরা ম্যাচ প্র্যাকটিসের সুযোগ করে দিতে চাই।”
৬ জুন ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্টে নামতে চলেছে ভারতীয় ‘এ’ দল। এরপরেই ২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে। তার আগে নিজেকে যাচাই করে নেওয়ার সুযোগ পাবেন রাহুল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.