Advertisement
Advertisement

Breaking News

Mohammad Azharuddin

IPL টিকিটের জালিয়াতি, নিজ রাজ্যের ক্রিকেট সংস্থার কমিটি বদলের দাবি আজহারের

আর কী বলেছেন তিনি?

IPL ticket fraud, Mohammad Azharuddin demands change of committee of his state cricket association

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:July 10, 2025 7:59 pm
  • Updated:July 10, 2025 8:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে টিকিট নিয়ে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জগনমোহন রাও। এখানেই শেষ নয়, আরও চার কর্তাকে সিআইডি তদন্তের পর গ্রেপ্তার করা হয়েছে। আর নিজের রাজ্যের ক্রিকেট সংস্থার এমন দুরবস্থা দেখে ক্ষোভে ফুঁসছেন মহম্মদ আজহারউদ্দিন।

Advertisement

তিনি সামাজিক মাধ্যমে লেখেন, ‘আইপিএলের টিকিট নিয়ে দুর্নীতি তো বটেই, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ধারাবাহিক দুর্নীতি দেখে আমি মর্মাহত। এখানকার কর্তারা দায়িত্ব পালনে চূড়ান্তভাবে ব্যর্থ। সমস্ত দায় ওদেরকেই স্বীকার করতে হবে।’

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আরও লেখেন, ‘আমি চাই অবিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হোক। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর বর্তমান কমিটি বাতিল করার দাবি জানাচ্ছি। এটাই সিস্টেম পরিষ্কার করার আদর্শ সময়। সময় এসেছে, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মান ফিরিয়ে আনার।’

চলতি বছরের আইপিএল চলাকালীন অভিযোগ ওঠে, ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে বিপুল পরিমাণ টিকিট দাবি করছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ)। সেই দাবি এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে, সানরাইজার্সের একটি ম্যাচে মাঠের একাংশ বন্ধ করে রেখেছিল তারা। এই ঘটনাতেই ক্ষিপ্ত ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্ট। সানরাইজার্স হায়দরাবাদের জেনারেল ম্যানেজার শ্রীনাথ টিবি চিঠি লিখে বলেন, “গত ১২ বছর ধরে আমরা এই মাঠে খেলছি। কিন্তু গতবছর থেকেই এইচসিএ নানাভাবে আমাদের সমস্যায় ফেলছে। প্রত্যেক বছর এফ১২এ বক্সের ৫০টি টিকিট এইচসিএকে আমরা দিয়ে থাকি। কিন্তু এবার এইচসিএ দাবি করছে, ওই বক্সে ৩০টি টিকিট দিয়ে বাকিগুলি অন্য বক্সে দিতে হবে।”

উল্লেখ্য, জগনমোহন ছাড়াও সিআইডি হেফাজতে নিয়েছে কোষাধ্যক্ষ সি শ্রীনিবাস রাও, সিইও সুনীল কান্তে, সচিব রাজেন্দ্র যাদব এবং তাঁর স্ত্রী জি কবিতাকে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি। আর এমন ঘটনার পর হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের চরম দুর্নীতির বিরুদ্ধে সুর চড়ালেন মহম্মদ আজহারউদ্দিন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement