Advertisement
Advertisement
IPL Tickets

এবার সর্বোচ্চ করের আওতায় আইপিএল, বাড়ছে টিকিটের দাম, মাথায় হাত সমর্থকদের

জিএসটি সমেত কত হতে চলেছে টিকিটের মূল্য?

IPL tickets included in 40% slab of revised GST
Published by: Prasenjit Dutta
  • Posted:September 4, 2025 1:43 pm
  • Updated:September 4, 2025 1:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার জিএসটি সংস্কারের অভিঘাত আইপিএলে! পরিস্থিতি এমন জায়গায়, এবার থেকে আইপিএলের ম্যাচ স্টেডিয়ামে বসে দেখতে গেলে পকেট থেকে খসাতে হবে মোটা টাকা। কেন্দ্রীয় সরকার আইপিএল টিকিটের উপর পণ্য ও পরিষেবা কর বা জিএসটি ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে মেগা টি-টোয়েন্টি লিগের টিকিটের দামও মহার্ঘ হতে চলেছে। কারণ সর্বোচ্চ করের আওতায় চলে আসছে আইপিএল টিকিট। উল্লেখ্য, নবরাত্রির প্রথম দিন, ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি’র হার কার্যকর হবে।

Advertisement

ওয়াকিবহাল মহল মনে করছে, এর ফলে ক্যাসিনো, রেস ক্লাবে প্রবেশের সমতুল্য হতে চলেছে আইপিএলও। বলাই বাহুল্য যে, জিএসটি বৃদ্ধির কারণে আইপিএল ম্যাচের টিকিটের দাম বাড়বে। আর এই খবরে যে দর্শকদের মুখ ভার হবে, তা সহজেই অনুমেয়। আন্তর্জাতিক এবং ঘরোয়া ম্যাচের ক্ষেত্রে টিকিটে ১৮ শতাংশ জিএসটি বহাল থাকলেও আইপিএলের টিকিটকে সর্বোচ্চ করের আওতায় আনা হতে চলেছে।

প্রশ্ন হল, টিকিটের দাম তাহলে কত হতে চলেছে? আগে ৫০০ টাকার টিকিট কেনা যেত ৬৪০ টাকায়। এখন সেই টিকিট কিনতে হবে ৭০০ টাকায়। একইভাবে হাজার টাকার টিকিট, যার দাম আগে ছিল জিএসটি সমেত ১২৮০ টাকা, এখন সেই টিকিট কিনতে হবে ১৪০০ টাকায়। অর্থাৎ ৪০০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। একই নিয়মে ২ হাজার টাকার টিকিট ৮০০ টাকা অতিরিক্ত জিএসটি দিয়ে কিনতে হবে ২৮০০ টাকায়। যা আগে কেনা যেত ২৫৬০ টাকায়। এর ফলে দর্শকদের মনে প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।

প্রশ্ন হল, আইএসএল বা প্রো কাবাডি লিগের ম্যাচগুলির টিকিটও কি ৪০ শতাংশ কর বন্ধনীর আওতায় আসবে? এখনও সেটা স্পষ্ট নয়। তবে ভারতীয় ক্রিকেট দলের ভক্তদের জন্য সুখবর, আন্তর্জাতিক ম্যাচগুলিতে এর প্রভাব পড়বে না। আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের টিকিটের উপর ১৮ শতাংশ জিএসটি প্রযোজ্য। যেখানে ৫০০ টাকার কম দামের টিকিটের উপর এখনও ছাড় রয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ