প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে দামী ক্রিকেট লিগ বলতে লোকে একডাকে আইপিএলকে চেনে। কিন্তু গত দু’বছর ধরে সেই আইপিএলের দাম নিম্নমুখী! এমনটাই দাবি করা হয়েছে একটি রিপোর্টে। গত দুই বছরে একধাক্কায় প্রায় ১১ শতাংশ কমে গিয়েছে আইপিএলের মূল্য, বলছে ওই রিপোর্ট। কেন আইপিএলের মূল্য নিম্নমুখী, রিপোর্টে তুলে ধরা হয়েছে তার সম্ভাব্য কারণও।
ডি অ্যান্ড পি অ্যাডভাইসরির প্রকাশিত ‘বিয়ন্ড ২২ ইয়ার্ড-দ্য পাওয়ার অফ প্ল্যাটফর্মস, দ্য প্রাইস অফ রেগুলেশন’ শীর্ষক ওই রিপোর্টে দাবি করা হয়েছে, চলতি বছর আইপিএলের মূল্য ৭৬১০০ কোটি টাকা। কিন্তু গতবছর এই অঙ্কটা ছিল ৮২৭০০ কোটি টাকা। ২০২৩ সালে ৯২৫০০ কোটি টাকা ছিল আইপিএলের মূল্য। অর্থাৎ গত দুই বছরে আইপিএলের মূল্য ১১ শতাংশ কমে গিয়েছে। উইমেন্স প্রিমিয়ার লিগের মূল্যও ৫.৬ শতাংশ কমে গিয়ে ১২৭৫ কোটিতে দাঁড়িয়েছে।
কেন জৌলুস হারাচ্ছে বিশ্বের ধনীতম লিগ? মূলত দু’টি কারণের দিকে ইঙ্গিত করা হয়েছে এই রিপোর্টে। প্রথমত, দেশজুড়ে বেটিং অ্যাপ বন্ধ করতে কেন্দ্রের নতুন আইন। সংসদের বাদল অধিবেশনে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’ বিলটি পাশ করিয়ে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। অনলাইন গেমিং আইন পাশ হওয়ার পর একে একে ড্রিম ১১, এমপিএলের মতো ১১টি বড় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম আর্থিক লেনদেনের মাধ্যমে খেলাধুলো বন্ধ করে দিয়েছে। অন্তত দু’লক্ষ কোটি টাকার ব্যবসা ধাক্কা খেয়েছে। আইপিএলের সঙ্গে এই বেটিং অ্যাপগুলি বেশ ভালোভাবে জড়িত ছিল। কিন্তু নতুন আইনের জেরে আইপিএলের অন্তত ২ হাজার কোটি টাকার ক্ষতি হবে।
দ্বিতীয় কারণ হিসাবে তুলে ধরা হচ্ছে আইপিএলের সম্প্রচারকে। মূলত সম্প্রচার সত্ত্ব থেকেই বিপুল আয় হয় আইপিএলের। বর্তমানে টিভি এবং লাইভ স্ট্রিমিংয়ে আইপিএলের দর্শক বাড়লেও সেই অনুপাতে আইপিএলের কোষাগার ভরেনি। কেবল ম্যাচ সম্প্রচার নয়, অন্যান্য উপায়েও ক্রিকেটপ্রেমীদের আকৃষ্ট করতে হবে আইপিএলের প্রতি, পরামর্শ ডি অ্যান্ড পি অ্যাডভাইসরির। আগামী বছরেও আইপিএলের মূল্য খুব একটা বাড়ার সম্ভাবনা নেই, মত ডি অ্যান্ড পি অ্যাডভাইসরির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.