Advertisement
Advertisement
Irfan Khan

কাটা ঘায়ে নুনের ছিটে! ‘সেদিন থেকেই…’, পাক বধের ১৮তম বর্ষপূর্তিতে খোঁচা ইরফানের

টি-২০ বিশ্বকাপজয়ের বর্ষপূর্তিতে কটাক্ষ ইরফানের।

Irfan Khan takes a dig at Pakistan on anniversary of 2007 World Cup win

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 24, 2025 6:50 pm
  • Updated:September 24, 2025 6:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার টি-২০ বিশ্বকাপজয়ের বর্ষপূর্তি। সেই উপলক্ষে পাকিস্তানকে খোঁচা দিতে ছাড়লেন না বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ইরফান পাঠান। এক্স হ্যান্ডেলে বিশ্বজয়ের বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে ক্যাপশন, বিশ্বকাপ স্বপ্ন পূরণ হয়েছিল এই দিনে। সেই সঙ্গে পাকিস্তানকেও নিয়মিত হারাতে শুরু করল ভারত।

Advertisement

২০০৭ সালে প্রথমবার টি-২০ বিশ্বকাপ শুরু হয়। উদ্বোধনী সংস্করণের আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। টুর্নামেন্টের গ্রুপ পর্বে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত বোল আউটের মাধ্যমে ম্যাচ জেতে ভারত। সেই ম্যাচের পর ফের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। সেখানেও টানটান ম্যাচ। শান্তাকুমার শ্রীসন্থের ক্যাচে বিশ্বকাপ জেতে ভারত। উচ্ছ্বাসে ভেসে যায় গোটা দেশ।

সেই বিশ্বকাপ জয়ের পর কেটে গিয়েছে ১৮ বছর। অষ্টাদশ বর্ষপূর্তিতে বেশ কিছু ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ইরফান। ট্রফি জয়ের নেপথ্যে অন্যতম ভূমিকা ছিল তাঁর অনবদ্য বোলিংয়ের। পুরনো স্মৃতি চাঙ্গা করে ইরফান লেখেন, ‘২০০৭ সালে কী অসাধারণ ছিল আজকের দিনটা। আমাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন এদিন সত্যি হয়েছিল। আর টি-২০ ক্রিকেটেও পাকিস্তানকে নিয়মিতভাবে হারাতে শুরু করেছিলাম এই দিন থেকেই।’ 

উল্লেখ্য, চলতি এশিয়া কাপেও ইতিমধ্যেই দু’বার ভারত-পাকিস্তান হাইভোল্টেজ দ্বৈরথ হয়েছে। দু’বারই হেরে মাঠ ছেড়েছে পাকিস্তান। শুধু তাই নয়, ‘ভারতবিদ্বেষী’ অঙ্গভঙ্গি করে বিতর্কে জড়িয়েছেন পাক ক্রিকেটাররা। সেই ঘটনারও তীব্র নিন্দা করেছেন ইরফান। তবে টি-২০ ক্রিকেটে এখনও যেভাবে ভারতের কাছে নতিস্বীকার করে পাকিস্তান, সেকথা মনে করিয়ে দিয়েই নিজের পোস্টে কটাক্ষ করেছেন প্রাক্তন পেসার। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ