সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হুঁকো সেজে দেওয়া’ মন্তব্য ঘিরে ক্রিকেটমহলে চলছে তুমুল বিতর্ক। এবার নিজের বেফাঁস মন্তব্য নিয়ে সাফাই দিলেন ইরফান পাঠান। তাঁর কথায়, পাঁচ বছরের পুরনো ভিডিও নিয়ে হঠাৎ নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তাঁর একটি মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। গোটা ঘটনায় নেটিজেনদের দিকেই আঙুল তুলেছেন জোড়া বিশ্বকাপজয়ী তারকা।
দিনদুয়েক ধরে আচমকাই সোশাল মিডিয়ায় ছড়াচ্ছে ইরফানের এক বিস্ফোরক মন্তব্য। পুরনো এক সাক্ষাৎকারে পাঠান বলেন, “কারও ঘরে গিয়ে হুঁকো সেজে দিয়ে আসার অভ্যাস আমার নেই। আর এটা নিয়ে কথা না বলার কোনও মানে হয় না। একজন ক্রিকেটারের কাজ মাঠে পারফর্ম করা। সেটাতেই মনোনিবেশ করতাম।” নেট নাগরিকরা মনে করছেন, এমন মন্তব্য করে মহেন্দ্র সিং ধোনির সমালোচনা করেছেন ইরফান। কারণ, ভারতীয় দলে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত।
এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছে ইরফানের উপর দিয়ে। সোশাল মিডিয়ায় তিনি যাই করুন না কেন, সবকিছুতেই ঘুরে ফিরে উঠে আসছে হুঁকো প্রসঙ্গ। এহেন পরিস্থিতিতে আবারও মুখ খুলেছেন ইরফান। এক্স হ্যান্ডেলে তিনি নিন্দুকদের একহাত নিয়ে লিখেছেন, ‘অর্ধেক দশক আগের পুরনো একটা ভিডিও, এখন হঠাৎ করে ছড়িয়ে পড়ল। তাও আবার একটা মন্তব্যকে বিকৃত করে। এটা কি ভক্তদের ইচ্ছাকৃতভাবে যুদ্ধে জড়ানোর চেষ্টা?’
Half decade old video surfacing NOW with a twisted context to the Statement. Fan war? PR lobby?
— Irfan Pathan (@IrfanPathan)
এখানেই শেষ নয়। এক নেটিজেনের খোঁচার জবাবে ইরফান জানিয়েছেন, ‘আমি আর ধোনি একসঙ্গে বসে হুঁকো টানব।’ অর্থাৎ ক্যাপ্টেন কুলের সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই, এমনটাই বার্তা দিতে চাইছেন ইরফান। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে ইরফান অভিযোগ করেছিলেন, ২০০৮ সালে ভারতীয় দল থেকে তাঁর বাদ পড়ার নেপথ্যে ছিলেন ধোনি। তারপরেই ছড়িয়ে পড়ে হুঁকো নিয়ে তাঁর বেফাঁস মন্তব্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.