সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টের আগে উত্তপ্ত ওভাল। মঙ্গলবার মাঠের মধ্যেই তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ভারতের কোচ গৌতম গম্ভীর ও ওভালের পিচ কিউরেটর লি ফর্টিস। যার মূল কারণ ইংল্যান্ডের দ্বিচারিতা। যা একেবারেই ভালোভাবে নিচ্ছেন না প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। ইংল্যান্ডের আচরণের পালটা দিয়ে তিনি বলছেন, ‘আমাদের কি এখনও পরাধীন ভাবে?’
ওভালে মঙ্গলবার ভারতীয় দলের প্রথম অনুশীলন ছিল। সেখানে পিচ কিউরেটর ফর্টিসের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন গম্ভীর। আঙুল উচিয়ে তাঁর দিকে তেড়েও যান তিনি। শোনা যায়, গম্ভীর বলেন, “আমরা কী করব, সেটা আপনি বলার কেউ নন।” জানা যাচ্ছে, ওভালের পিচ কিউরেটর ও অন্যান্য মাঠকর্মীরা গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ করার হুমকি দেন। যার উত্তরে গম্ভীর বলেন, “যা খুশি করুন। যেখানে অভিযোগ করতে হয় করুন। আপনি একজন মাঠকর্মীর বেশি নন।”
কিন্তু কেন এই গন্ডগোল? পরে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানান, গম্ভীরকে বলা হয় পিচের থেকে ২.৫ মিটার দূরত্বে বজায় রাখতে। কিন্তু সমস্যা হল, ইংল্যান্ডের কোচ ব্র্যান্ডন ম্যাকালাম দিব্যি পিচের মাঝে দাঁড়িয়েই ফর্টিসের সঙ্গে গল্প করছিলেন। এমন নয় যে, গম্ভীর স্পাইক পরে ছিলেন। তাঁর পায়ে জগারই ছিল। যা নিয়ে কোটাক বলেন, “আমি এরকম ঘটনা কোনওদিন দেখিনি।”
ইংল্যান্ডের এই দ্বিচারিতা নিয়ে বিস্ফোরণ পাঠানের। তিনি লেখেন, ‘ইংল্যান্ডের কোচ পিচে গিয়ে দাঁড়াতে পারে, কিন্তু ভারতের কোচ পারে না। আমরা কি এখনও ঔপনিবেশিক সময়ে আছি নাকি?’ পরে তিনি আরও বলেন, “ওই পিচ কিউরেটর চিরকালই দুর্ব্যবহার করেন। বিদেশি কোচ ও অধিনায়কদের সঙ্গে সবসময়ই ঔদ্ধত্যপূরণ আচরণ করেন। গম্ভীরকে এখন ওরা খলনায়ক করে দেখাচ্ছে। যেন মনে হচ্ছে, আমরা এখনও ১৯৪৭-র সময়ে দাঁড়িয়ে। এই ধরনের দ্বিচারিতা আমি মানতে পারছি না।”
So an English coach can walk onto the pitch to inspect it? but an Indian coach can’t? Are we still stuck in the colonial era?
— Irfan Pathan (@IrfanPathan)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.