Advertisement
Advertisement
Jasprit Bumrah

‘হয় সবটা উজাড় করে দাও, নয়তো বিশ্রাম নাও’, বুমরাহর ‘ওয়ার্কলোড’ নিয়ে সাফ বার্তা ইরফানের

বেন স্টোকস-জোফ্রা আর্চারের পরিশ্রমের সঙ্গে তুলনা করা হচ্ছে বুমরাহর।

Irfan Pathan said either Jasprit Bumrah give everything or take rest properly
Published by: Arpan Das
  • Posted:July 23, 2025 10:55 am
  • Updated:July 23, 2025 10:55 am  

স্টাফ রিপোর্টার: “তুমি হয় পুরোপুরি বিশ্রাম নাও, না হলে টিমের জন্য সর্বোচ্চ উজাড় করে দাও।”

Advertisement

ম্যাঞ্চেস্টার টেস্টের আগে জশপ্রীত বুমরাহকে বার্তা দিলেন ইরফান পাঠান। সিরিজ শুরুর আগে থেকে বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে প্রচুর চর্চা চলেছে। এমনকী ভারতীয় কোচ গৌতম গম্ভীর পর্যন্ত বলে যান, বুমরাহকে সিরিজে তিনটের বেশি ম্যাচে খেলানো হবে না। লিডস আর লর্ডস- এখনও দু’টো টেস্ট খেলেছেন বুমরা। মাঝে এজবাস্টনে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল, বুমরাহকে ম্যাঞ্চেস্টারে খেলানো হবে নাকি শেষ টেস্টে খেলবেন তিনি? অর্শদীপ সিং, আকাশ দীপ চোট সমস্যায় এই টেস্টে খেলতে পারবেন না। যার ফলে ম্যাঞ্চেস্টারে বুমরাহকে খেলাতেই হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। মহম্মদ সিরাজ আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে সেটা জানিয়েও যান।

তবে এভাবে ‘বিশ্রাম’ করা নিয়ে ক্ষুব্ধ ভারতের প্রাক্তন তারকা ইরফান পাঠান। তিনি এক ইউটিউবে চ্যানেলে বলেও দিলেন, “বুমরাহ, আমি তোমাকে প্রচণ্ড সম্মান করি। দুর্ধর্ষ স্কিল তোমার। সেটা আমার খুব ভালো লাগে। আমি বিশ্বাস করি, ভারতীয় জার্সিতে তুমি যখন মাঠে নামবে, নিজের সর্বোচ্চ উজাড় করে দেবে। ধরো, তোমাকে পাঁচ ওভারের স্পেল করতে বলা হল। ওই স্পেলের পর রুট ব্যাটিং করে এল, তখন ছয় নম্বর ওভারটা তুমি কি করবে না? তোমাকে সবটুকু উজাড় করে দিতে হবে। যদি তুমি খেলো, তাহলে সবটা দাও। না হলে পুরোপুরি বিশ্রাম নাও। যখন তুমি দেশ কিংবা দলের হয়ে খেলতে নামো, তখন সবার আগে টিম প্রাধান্য পায়।”

একইসঙ্গে ইরফান এটাও পরিষ্কার করে বলে দিয়েছেন, তিনি বুমরাহর কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলছেন না। প্রাক্তন ভারতীয় তারকার কথায়, “বুমরাহর এফোর্ট নিয়ে কখনওই প্রশ্ন উঠবে না। ওভারের পর ওভার নিজের সেরাটা দেয় ও। কিন্তু টিমের জন্য যখন বাড়তি এফোর্টের প্রয়োজন, তখন সেটা দিতে হবে। বেন স্টোকস যা করেছে। জোফ্রা আর্চার চার বছর পর চোট সারিয়ে ফিরে সেটা করেছে। আমি বিশ্বাস করি, ভারতের হয়ে বুমরা যদি নিয়মিত মাঠে নামে, তাহলে দীর্ঘদিন সেরার তাজ ওর কাছেই থাকবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement