Advertisement
Advertisement
Irfan Pathan

‘সারা বিশ্বের মুসলিমরা যেন…’,পাকিস্তানের মানসিকতাকে তুলোধোনা ইরফানের

অতীতে ইরফানকে 'ভুয়ো পাঠান' বলে কটাক্ষ করেছেন শাহিদ আফ্রিদি।

Irfan Pathan slams Pakistan mentality about Muslims

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 17, 2025 10:41 am
  • Updated:August 17, 2025 10:45 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাননি। এবার পড়শি দেশকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন ইরফান পাঠান। তাঁর কথায়, পাকিস্তান নিজেকে গোটা বিশ্বের মুসলিমদের অভিভাবক বলে মনে করে। সেই ধারণা থেকে বেরিয়ে পাকিস্তানের উচিত নিজেদের সমস্যা মেটানোর চেষ্টা করা। প্রাক্তন অলরাউন্ডারের মতে, পাকিস্তানের এহেন মানসিকতার প্রমাণ তিনি ব্যক্তিগতভাবে পেয়েছেন।

Advertisement

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আসলে জানো, পাকিস্তানিরা ভাবে যে সারা বিশ্বে যত মুসলিম রয়েছে, তাদের সকলের দায়িত্ব নিয়েছে পাকিস্তান। এটা ওদের একেবারে ভুল ধারণা। এই ক্ষেত্রে আমার মনে হয়, ভাই একটু থামো। প্রথমে নিজেদের দিকে একটু নজর দাও। নিজেদের সমস্যা মেটাও।” ইরফানের মতে, গোটা বিশ্বের মুসলিমদের প্রতি পাকিস্তানের মানসিকতা ঠিক কেমন, সেটা তিনি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছেন।

উল্লেখ্য, ক্রিকেট কেরিয়ারে পাকিস্তানের বিরুদ্ধে দারুণ সফল ইরফান। ২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকবধের অন্যতম নায়ক ছিলেন তিনি। পাক ক্রিকেটের অন্যতম সেরা তারকা শাহিদ আফ্রিদিকে ১১বার আউট করেছেন। তাই অতীতে ইরফানকে ‘ভুয়ো পাঠান’ বলে কটাক্ষ করেছেন আফ্রিদি। এমনকী পাক নাগরিকরা ইরফানকে প্রশ্ন করেছেন, মুসলিম হয়ে কেন ভারতের হয়ে খেলছেন? সবমিলিয়ে, পাকিস্তানের তরফে একাধিক কটাক্ষ হজম করতে হয়েছে ইরফানকে।

প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর লেজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায়নি ভারত। অবসরপ্রাপ্ত ভারতীয়দের দলে ছিলেন শিখর ধাওয়ান, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং, অম্বাতি রায়ডু, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পারা। অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে ইরফানও আয়োজকদের চিঠি লিখে জানান, পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে তিনি আগ্রহী নন। এবার পাকিস্তানকে তুমুল কটাক্ষ করলেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ