Advertisement
Advertisement
Rohit Sharma

মুম্বই থেকে কি চেন্নাইয়ে যাবেন রোহিত? জল্পনা উসকে দিলেন প্রাক্তন ইংরেজ তারকা

রোহিতের হাত থেকে নেতৃত্ব চলে যাওয়ায় ক্ষুব্ধ ভক্ত-অনুরাগীরা।

Is Rohit Sharma making a move to CSK after this season, Michael Vaugha speculates

রোহিত শর্মা। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 13, 2024 2:10 pm
  • Updated:April 13, 2024 2:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরের মরশুমে কি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ছেড়ে চেন্নাই সুপার কিংসে দেখা যাবে রোহিত শর্মাকে (Rohit Sharma)? এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্ব নিয়ে বিরক্ত হিটম্যান।
এর মধ্যেই ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন মুম্বই তারকা রোহিত শর্মাকে নিয়ে জল্পনা উসকে দিলেন। তিনি বলেন, ”রোহিত শর্মা কি চেন্নাইয়ে যাবে? ধোনির জায়গা নেবে? এই বছর গায়কোয়াড় নেতৃত্ব দিচ্ছে। পরের বছর রোহিতকে হয়তো এই পজিশনেই দেখা যেতে পারে। আমি ওকে চেন্নাইয়ে দেখতে চাই।”

[আরও পড়ুন: ময়ঙ্ককে নিয়ে ধীরে চলো নীতি লখনউয়ের, কবে মাঠে ফিরবেন এই পেস সেনশেসন?]

হিটম্যানের জায়গায় হার্দিকের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার পর থেকে ভক্ত-অনুরাগীরা বেজায় চটেছেন পাণ্ডিয়ার উপরে। প্রায় প্রতিটি ম্যাচেই নিয়ম করে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে। ভন বলছেন, ”আমি ব্যক্তিগতভাবে রোহিতকেই ক্যাপ্টেন করতাম। মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে এসেছে হার্দিক। তাতে চাপ বেড়েছে ঠিকই। রোহিত ভারতীয় টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবে।”

তবে রোহিত মুম্বই ছেড়ে চেন্নাই গেলে কি ভক্ত-অনুরাগীরা খুশি হবেন? অনেকে মনে করছেন, রোহিত সানরাইজার্স হায়দরাবাদে গেলেও বিস্ময়ের কিছু থাকবে না। কারণ রোহিত অতীতে ডেকান চার্জার্সের হয়ে খেলেছেন। দল ছাড়লে সেটা অবশ্য মুম্বই ভক্ত-অনুরাগীদের কাছে বিষয়টা অত্যন্ত হৃদয়বিদারক হবে।

[আরও পড়ুন: যুবভারতীতে আই লিগ পাবে মহামেডান, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মুখিয়ে সমর্থকরা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement