সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখন যে কার ভাগ্য ফিরে যায় বলা যায় না! আবার, হাতের কাছে এসেও সুযোগ হাতছাড়া হয়ে যায়। যেমন হল ঈশান কিষানের সঙ্গে। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ঋষভ পন্থ চোট পাওয়ায় আচমকাই সুযোগ চলে এসেছিল ঈশানের সামনে। কিছুদিন আগে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটও খেলে এসেছেন তিনি। কিন্তু জাতীয় দলে ডাক পেয়েও কেন যাওয়া হচ্ছে না ঈশানের?
সহজ উত্তর- চোট। কিন্তু কীভাবে পেলেন সেটাই আশ্চর্যের। ঋষভ পন্থের চোটে ইংল্যান্ডে ব্যাটার-উইকেটকিপারের খোঁজ করছেন নির্বাচকরা। দলে ধ্রুব জুড়েল আছেন, কিন্তু বিকল্প হিসেবে উঠে এসেছিল ঈশানের নাম। জানা যাচ্ছে, তাঁর সঙ্গে যোগাযোগও করেন নির্বাচকরা। কিন্তু না বলতে বাধ্য হন তিনি। কারণ, দিনকয়েক আগে স্কুটি চালাতে গিয়ে পড়ে যান ঈশান। বাঁপায়ের গোড়ালিতে কয়েকটি সেলাইও পড়ে। এখনও প্লাস্টার আছে তাঁর পায়ে। আর সেই কারণে সু্যোগ এসেও হাতছাড়া হল তাঁর।
অথচ কিছুদিন আগেও ইংল্যান্ডে ছিলেন, কাউন্টিতে ভালো পারফর্ম করেছেন। দু’টি ম্যাচ খেলার জন্য নটিংহামশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঈশান। প্রথম ম্যাচে ইয়র্কশায়ারের বিরুদ্ধে ৮৭ রান করেন। সমারসেটের বিরুদ্ধে করেছেন ৭৭ রান। অতীতে ভারতের এ দলের হয়ে খেললেও সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতের এ দলেও তিনি সুযোগ পাননি। সেখানে আচমকা সুযোগ এসে গেলেও কাজে লাগাতে পারলেন না।
উল্লেখ্য, ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন ক্রিস ওকসের বল রিভার্স সুইপ মারতে গিয়ে পায়ে চোট পান ঋষভ পন্থ। দ্বিতীয় দিন শুরুর আগে জানা যায়, ইংল্যান্ড সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। এরপরও দলের স্বার্থে ব্যাট করতে নেমে ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন তিনি। জানা যাচ্ছে, পঞ্চম টেস্টে পন্থের বিকল্প হিসেবে স্কোয়াডে থাকতে পারেন এন. জগদীশন। তামিলনাড়ুর উইকেটকিপার-ব্যাটার ৫২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। আবারও, কখন যে কার ভাগ্য ফিরে যায় বলা যায় না!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.