Advertisement
Advertisement

Breaking News

Ishan Kishan

কিপিং ছেড়ে বোলিংয়ে, ছয় বল ছয় ভঙ্গিতে করলেন ঈশান, মনে করালেন ধোনি-ওয়ার্ন-হরভজনদের

ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন ভারতীয় উইকেটকিপার।

Ishan Kishan imitates MS Dhoni, Harbhajan Singh and Shane Warne in one over bowling
Published by: Arpan Das
  • Posted:July 4, 2025 6:40 pm
  • Updated:July 4, 2025 6:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের চৌহদ্দিতে তিনি নেই। আপাতত ঈশান কিষাণ ব্যস্ত রয়েছেন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে। কিন্তু সেখানে নয়া চমক নিয়ে হাজির ভারতীয় উইকেটকিপার। না, এবার আর ব্যাট বা গ্লাভস হাতে নয়। সবাইকে চমকে দিলেন বল করে। এখানেই শেষ নয়। ছয় বলের ছয়টিই করলেন আলাদা আলাদা ভঙ্গিতে।

কাউন্টি ক্রিকেটে ঈশানের দল নটিংহামশায়ারের সঙ্গে ম্যাচ ছিল সমারসেটের। ব্যাট হাতে ৭৭ রান করেছিলেন তিনি। তারপর বল হাতেও দেখা গেল ঈশানকে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অবশ্য কোনও দলেরই জয়ের সম্ভাবনা ছিল না। নটিংহামশায়ারের দরকার ছিল ৬ উইকেট। ম্যাচের আর বাকি ছিল মাত্র এক ওভার। সেই সময় বল করতে আসেন ঈশান।

অফ স্পিন, লেগ স্পিন, সবই চেষ্টা করলেন তিনি। এমনকী জায়গা বদলে অ্যারাউন্ড দ্য উইকেট থেকেও বল করেন। প্রথম বলটা করেন হরভজন সিংয়ের বোলিং স্টাইল নকল করে। পরে লেগ স্পিন করার সময় শেন ওয়ার্নের ভঙ্গিও নকল করেন। আর ২৬ বছর বয়সি উইকেটকিপারের বোলিং দেখে অনেকের মনে পড়ছে মহেন্দ্র সিং ধোনির কথা। ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে তিনিও গ্লাভস ছেড়ে বল করেছিলেন।

দু’টি ম্যাচ খেলার জন্য নটিংহামশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ঈশান। সেই দুটি ম্যাচই খেলে ফেলেছেন তিনি। প্রথম ম্যাচে ইয়র্কশায়ারের বিরুদ্ধে ৮৭ রান করেন। সমারসেটের বিরুদ্ধে করেছেন ৭৭ রান। অতীতে ভারতের এ দলের হয়ে খেললেও সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতের এ দলেও তিনি সুযোগ পাননি। কাউন্টিতে পারফর্ম করে নির্বাচকদের নজরে পড়েন কি না, সেটাই দেখার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement