সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ জেতার পরেই এবার টেস্টযুদ্ধে নেমে পড়ল টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সাইকেলে এই প্রথমবার ভারত সিরিজ খেলবে ঘরের মাঠে। প্রথমবার ঘরের মাঠে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। তবে সেই ম্যাচে টস জিততে পারলেন না তিনি। টসে হেরে প্রথমে ফিল্ডিং করতে নামবে ভারত। প্রথম একাদশে রাখা হয়েছে জশপ্রীত বুমরাহকে। রয়েছেন কুলদীপ যাদবও।
এশিয়া কাপের রেশ এখনও পুরোপুরি কাটেনি। ‘ট্রফি’ বিতর্ক চলছেই। সেই নিয়ে চর্চার মধ্যেই ভারতীয় দল টেস্ট সিরিজে নেমে পড়েছে। শক্তির বিচারে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। তার উপর আবার ঘরের মাঠে নামছে ভারত। তবে দুর্বল প্রতিপক্ষ হলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেরা একাদশ নিয়েই প্রথম টেস্টে নেমেছে ভারত। ইংল্যান্ড সফরে দুরন্ত ফর্মে থাকা মহম্মদ সিরাজকে রাখা হয়েছে প্রথম একাদশে। রয়েছেন ব্যাটে-বলে ইংল্যান্ডে নজর কাড়া ওয়াশিংটন সুন্দরও।
ঘরের মাঠে খেলা হলেও আহমেদাবাদের পিচ পুরোপুরিভাবে স্পিন সহায়ক হয়নি। সামান্য আর্দ্রতা ছিল, ম্যাচের আগের দিন পর্যন্ত ঘাসও ছিল কিছুটা। তবে শেষ দিকে পিচে ঘূর্ণি বাড়তে পারে, সেকথা মাথায় রেখেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয় অধিনায়ক রস্টন চেজ। অন্যদিকে শুভমান জানান, বছরের শেষ চারটি টেস্টে জিততে চান তাঁরা। ফর্ম নয়, টেস্টের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়েই ভাবছেন ভারত অধিনায়ক।
ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ: তেগনারিন চন্দ্রপল, জন ক্যাম্পবেল, অ্যালিক অ্যাথানাজে, ব্র্যান্ডন কিং, শাই হোপ (উইকেটকিপার), রস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, জোমেল ওয়ারিকান, খারি পিয়ের, জোহান লেইন, জেডেন সিলস
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.