সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়াকে যে এভাবে ম্যাচ হারতে হবে, তা প্রথম চার দিনের খেলা দেখে বোঝা যায়নি। লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতা, ক্যাচ মিস, নির্বিষ বোলিং ম্যাচ থেকে ছিটকে দিয়েছে টিম ইন্ডিয়াকে। ফলস্বরূপ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৫ উইকেটে হারতে হয়েছে ভারতকে। যদিও প্রথম টেস্টের পর শুভমানদের হেডকোচ গৌতম গম্ভীর পরিষ্কার করে দিয়েছেন দলের ভাবনা। সেখানেই স্পষ্ট, জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) খেলবেন তিনটি ম্যাচ। আর যা নিয়ে চর্চা অব্যাহত। কিন্তু এখন জানা গিয়েছে, বুমরাহকে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না। তাঁর জায়গায় দলে যোগ দেবেন কে?
এমনটা ঘটলে দীর্ঘ সফরের শুরুতেই গভীর এক সংকটের সামনে টিম ইন্ডিয়া। হেডিংলির প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টে যদি বুমরাহর মতো বোলারকে পাওয়া না যায়, তাহলে বিরাট সমস্যায় পড়বে শুভমান বাহিনী। প্রথম টেস্টে হেডিংলিতে ৪৪ ওভার বোলিং করেছেন বুমরাহ। সুতরাং অনেকটাই ওয়ার্কলোড পড়েছে তাঁর উপর। সেই কারণে এজবাস্টনের দ্বিতীয় টেস্টে তিনি সম্ভবত মাঠে নামতে পারবেন না বলে সূত্রের খবর। ১০ জুলাই লর্ডসের তৃতীয় টেস্টে তাঁর ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
এই প্রসঙ্গে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, “আমার মনে হয় বুমরাহ পরের ম্যাচটাতেই বিশ্রাম চাইবে। কারণ লর্ডসে ও অবশ্যই খেলতে চাইবে। তারপর আবার বিরতি আছে। কিন্তু সমস্যা হল, বুমরাহ যদি বিশ্রাম নেয়, তাহলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আর সেটা বিপর্যয়ের শামিল।” ভুল বলেননি শাস্ত্রী। কারণ বাস্তব অনেকটা তেমনই। প্রথম টেস্টে দেখা গিয়েছে, বুমরাহ ছাড়া বাকি বোলারদের অবস্থা তথৈবচ। সেক্ষেত্রে তাঁর জায়গায় সুযোগ পাওয়া বোলার কতটা সফল হবেন, সে ব্যাপারেও সংশয় থেকে যাচ্ছে।
২ জুলাই থেকে শুরু দ্বিতীয় টেস্ট। তার আগে টিম ইন্ডিয়ার বোলিং বিভাগকে কতটা সংঘবদ্ধ করতে পারবেন গম্ভীর, তা নিয়েও প্রশ্ন থাকছে। তবে সবার আগে নজর থাকবে হেডিংলির স্মৃতি যাতে দ্রুত মুছে ফেলা যায় তার উপর। বুমরাহ না খেললে অর্শদীপ সিং বা আকাশ দীপের মধ্যে কেউ একজন খেলবেন। সেক্ষেত্রে সমস্যা হল, টেস্টের আঙিনায় অর্শদীপ একেবারেই নবাগত। আর আকাশ দীপ আগে কখনও ইংল্যান্ডে খেলেননি। তাছাড়া গড় আহামরি নয় আকাশের। দেশের হয়ে ৭টি টেস্ট খেললেও নিয়েছেন মাত্র ১৫ উইকেট। তাই ভারতীয় ড্রেসিংরুমে যে ‘সুখের সময়’ চলছে না, তা সহজেই অনুমেয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.