ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার অবসরের পর টেস্টে অধিনায়ক হয়েছেন শুভমান গিল। যা নিয়ে বিতর্ক কম হয়নি। অনেকের মতে, অধিনায়ক হওয়া উচিত ছিল জশপ্রীত বুমরাহর। সেই সুযোগও ছিল। কিন্তু তিনি জানালেন কেন নেতৃত্ব নিতে রাজি হননি।
বুমরাহ বলছেন, “রোহিত ও বিরাটের অবসরের পর আমি বিসিসিআইয়ের সঙ্গে কথা বলি। তখন আইপিএল চলছিল। আমি বোর্ডকে পাঁচটি টেস্ট ম্যাচের ওয়ার্কলোড নিয়ে কথা বলেছি। আমি তাদের সঙ্গেও কথা বলেছি, যারা আমার চিকিৎসা করে। সেখান থেকে আমি একটা সিদ্ধান্তে আসি যে, একটু বুদ্ধি করে খেলতে হবে।”
অর্থাৎ একটু সাবধানে খেলতে হবে। আসলে চোট-আঘাতের জন্য প্রায়ই সমস্যায় পড়েন বুমরাহ। তাই নিজেই নেতৃত্ব নিতে চাননি। কারণ তিনি দলের স্বার্থকে সবার আগে রেখেছিলেন। বুমরাহ বলেন, “আমি বিসিসিআইকে বলি যে, আমি নেতৃত্বের কথা ভাবছি না। কারণ আমি সেখানে সব কটা টেস্ট ম্যাচ খেলতে পারব না। যে তিনটি টেস্ট খেলবে তাঁকে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই। বরং তারচেয়ে যে সব টেস্ট খেলবে, সেই অধিনায়ক হোক। আমি সব সময় দলকে আগে রাখতে চেয়েছি।”
বর্ডার গাভাসকর ট্রফিতে বুমরাহ একটি টেস্টে নেতৃত্বে দিয়েছিলেন। আবার শেষ টেস্টে অধিনায়ক হলেও চোটের জন্য খেলতে পারেননি। সেই কথা মনে করিয়ে ইংল্যান্ড সফরের দল ঘোষণার সময় নির্বাচক অজিত আগরকর বলেছিলেন, “আমরা ওকে বোলার হিসেবেই বেশি চাই। ১৫-১৬ জন প্লেয়ারকে সামলানোর চাপ ওর মাথায় দিতে চাই না। সামনে কঠিন সিরিজ। বুমরাহ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার। ও জানে, ওর শরীর কতটা ফিট।” এবার বুমরাহ সেটা নিজেই স্বীকার করে নিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.