ছবি: দেবাশিস সেন
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সেরা বোলার তিনি। বিষাক্ত ইয়র্কারে তাবড় ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নেন। কিন্তু বিলেতের কঠিন পিচে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে তিনি নেই। মাঠের বাইরে বিশ্রাম নিচ্ছেন। তবুও তিনি টিমম্যান। তাই বল হাতে না হলেও জল হাতে টিমের হয়ে কাজ করছেন। সেই ছবি নেটিজেনদের মন জিতে নিয়েছে।
তিনি জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এজবাস্টন টেস্টে তাঁকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু টেস্ট চলাকালীন তাঁকে দেখা গিয়েছে, মন দিয়ে টিমের ব্যাটিং দেখছেন। যখন পরপর উইকেট পড়ছে, সেই সময়ে দুশ্চিন্তার ভাঁজ দেখা গিয়েছে বুমরাহর কপালে। প্রয়োজনের সময়ে সতীর্থদের জন্য জলও বয়ে নিয়ে গিয়েছেন তিনি। খেলা চলাকালীন দেখা যায়, শুভমানের জন্য জলের পাউচ নিয়ে দৌড়ে মাঠে ঢুকছেন বুমরাহ। আদর্শ টিমম্যানের উদাহরণ কেমন হওয়া উচিত, তারকা পেসার নিজেই তা শেখালেন বুধবারের এজবাস্টনকে।
উল্লেখ্য, লিডসে ভারতের বোলারদের মধ্যে একা বুমরাহ ছাড়া কেউই পাতে দেওয়ার মতো পারফরম্যান্স দেখাতে পারেননি। প্রথম ইনিংসে তাঁর পাঁচ উইকেটের সুবাদেই লিড পায় ভারত। কিন্তু এজবাস্টনে বুমরাহর জায়গায় খেলবেন আকাশদীপ। চোটের সমস্যায় দীর্ঘদিন ভুগেছেন তিনি। অজি সফরের পর চোটের জন্য বাইরে চলে যেতে হয়েছিল। তবে এখন আকাশদীপ পুরোপুরি ফিট। দেশের হয়ে সাত ম্যাচে খেলা আকাশদীপের কাঁধেই বুমরাহর জুতোতে পা গলানোর দায়িত্ব।
গোটা বিষয়টি একেবারেই মেনে নিতে পারছেন না রবি শাস্ত্রী। ভারতীয় দলের প্রাক্তন হেডকোচের বিশ্বাসই হচ্ছে না যে সিরিজের এত গুরুত্বপূর্ণ ম্যাচে বিশ্বের সেরা বোলারকে বসিয়ে রেখেই খেলতে নামল টিম ইন্ডিয়া। টিম ম্যানেজমেন্টের যুক্তি, বুমরাহর ওয়ার্কলোডের কথা ভেবে এই টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু শাস্ত্রী সে যুক্তিও মানতে নারাজ। তাঁর বক্তব্য, সাতদিনের বিরতির পর টেস্ট ম্যাচে নামছে ভারত। আরও বিশ্রামের প্রয়োজনটা কী? গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা তারকার অবশ্যই খেলা উচিত বলে মনে করেন শাস্ত্রী। তবে বল হাতে উইকেট না পেলেও ক্রিকেটপ্রেমীদের মন কেড়ে নিয়েছেন বুম বুম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.