Advertisement
Advertisement
Jasprit Bumrah

পাঁচ উইকেট নিয়ে জোড়া নজির বুমরাহর, স্পর্শ করলেন বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ককে

তাঁর বলে গোটা চারেক ক্যাচ না ফসকালে আরও বেশি উইকেট নিয়ে মাঠ ছাড়তে পারতেন তিনি।

Jasprit Bumrah sets new record with five wicket haul, touches former World Cup-winning captain

ছবি দেবাশিস সেন

Published by: Prasenjit Dutta
  • Posted:June 23, 2025 9:24 am
  • Updated:June 23, 2025 2:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনিই যে ভারতের ‘বোলিং ফিগারহেড’, তা আরও একবার প্রমাণ করলেন। হেডিংলিতে একাই কুম্ভ হয়ে বোলিংয়ে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়ে দখল করলেন ৫ উইকেট। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষে জশপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) বোলিং পরিসংখ্যান ২৪.৪ ওভারে ৮৩ রানে ৫ উইকেট। পাঁচ ইংরেজ ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে একজোড়া নজিরও গড়ে ফেললেন তিনি।

Advertisement

এই নিয়ে ১৪ বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর মধ্যে ১২টিই দেশের বাইরে। যার ফলে তিনি স্পর্শ করলেন পূর্বজ কপিল দেবকে। টেস্টে বিদেশের মাটিতে ১২ বার এক ইনিংসে পাঁচ উইকেট বা তার বেশি পেয়েছেন কপিলও। সব মিলিয়ে টেস্ট কেরিয়ারে এক ইনিংসে তিনি পাঁচ বা তার বেশি উইকেট শিকার করেছেন ২৩ বার। সুতরাং, বিদেশের মাটিতে এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার তালিকায় কপিল এবং বুমরাহ এখন যুগ্মভাবে শীর্ষে।

তাছাড়াও প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বেন ডাকেটকে বোল্ড করে SENA দেশগুলিতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) এশিয়ান বোলার হিসেবে সর্বাধিক উইকেট শিকারি হিসেবে শীর্ষে উঠে এসেছেন বুমরাহ। এক্ষেত্রে তিনি পিছনে ফেলেছেন কিংবদন্তি পাক বোলার ওয়াসিম আক্রমকে। SENA দেশগুলিতে আক্রমের উইকেট সংখ্যা ১৪৬টি।

তবে, তাঁর বলে মোট চারটি ক্যাচ ফেলেন ভারতীয় ফিল্ডাররা। এরমধ্যে তিনটি ক্যাচ ছাড়েন যশস্বী। একটি জাদেজা। তা না হলে আরও বেশি উইকেট নিয়ে মাঠ ছাড়তে পারতেন বুমরাহ। প্রসঙ্গত, প্রথম ইনিংসে ভারতের ৪৭১ রানের জবাবে ইংল্যান্ডের ইনিংস থামে ৪৬৫ রানে। মাত্র ৬ রানের লিড পায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ৯০। অর্থাৎ আপাতত ৯৬ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। ক্রিজে রয়েছেন কেএল রাহুল (৪৭), শুভমান গিল (৬)।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ