সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই বোলারদের আকাল ভারতীয় দলে। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নেই অর্শদীপ সিং। গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন নীতীশ কুমার রেড্ডি। চোট সমস্যা রয়েছে আকাশ দীপের। এই পরিস্থিতিতে কি জশপ্রীত বুমরাহ ম্যাঞ্চেস্টারে খেলবেন? কারণ তাঁরও ওয়ার্কলোড নিয়ে প্রশ্নচিহ্ন আছে। সেই বিষয়ে মুখ খুললেন আরেক পেসার মহম্মদ সিরাজ।
ম্যাঞ্চেস্টারে রবিবার জিম করতে গিয়ে হাঁটুতে চোট পান নীতীশ। সঙ্গে সঙ্গে স্ক্যান করা হয়। সেখানে দেখা যায়, লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে আকাশ দীপকে ভোগাচ্ছে পুরনো পিঠের চোট। এজবাস্টন টেস্টে ১০ উইকেট পেয়েছিলেন বাংলার এই পেসার। এর সঙ্গে চতুর্থ টেস্টে নেই অর্শদীপ সিং। অনুশীলনে ফিল্ডিং করার সময় হাত কেটে ফেলেছেন অর্শদীপ। নেটেও বল করতে পারেননি। তড়িঘড়ি অংশুল কম্বোজকে সিনিয়র দলে ডেকে নেওয়া হয়েছে।
চতুর্থ টেস্টে বুমরাহকে বিশ্রাম দিলে অর্শদীপের খেলার সম্ভাবনা ছিল। কারণ, প্রসিদ্ধ কৃষ্ণ সিরিজের দুই ম্যাচে একেবারেই দাগ কাটতে পারেননি। একই অবস্থা শার্দূল ঠাকুরের। অর্থাৎ শুভমানের গিলের হাতে এখন মাত্র তিনজন পেসার। সেক্ষেত্রে ‘ওয়ার্কলোড’ সামনে বুমরাহ কি খেলবেন ম্যাঞ্চেস্টারে? সিরাজ জানিয়ে গেলেন, “জসসি ভাই তো খেলবেই।”
আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বুমরাহর তিনটি ম্যাচ খেলার কথা। ম্যাঞ্চেস্টারে যদি তিনি খেলেন, তাহলে পঞ্চম টেস্টে তিনি নাও খেলতে পারেন। সিরিজে এই মুহূর্তে পিছিয়ে আছে ভারত। এই অবস্থায় বুমরাহকে খেলাতে চায় টিম ইন্ডিয়া। আর আকাশ দীপের চোট নিয়ে সিরাজ জানান, “আকাশ দীপের একটা সমস্যা আছে। ও আজ বল করেছে। এবার ফিজিওরা বুঝবেন। কম্বিনেশন বদলাচ্ছে, কিন্তু পরিকল্পনা একই থাকবে। ঠিক জায়গায় বল করতে হবে।” চতুর্থ টেস্টে সুযোগ পেতে পারেন স্পিনার কুলদীপ যাদব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.