ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সমস্যা ভুগিয়েছে তাঁকে। লিডস, লর্ডস ও ম্যাঞ্চেস্টারে খেলেছেন জশপ্রীত বুমরাহ। বেছে বেছে ম্যাচ খেলা নিয়ে তাঁকে প্রবল সমালোচনার মুখেও পড়তে হয়েছে। কিন্তু এবার ভারতীয় পেসার জানিয়ে দিয়েছেন, গোটা এশিয়া কাপে খেলতে চান। দল বাছাইয়ের সময় যেন তাঁর কথা মাথায় রাখা হয়। অন্যদিকে, সূর্যকুমার যাদবও ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। জানা গিয়েছে, দল নির্বাচনের সময় তিনি বৈঠকে উপস্থিত থাকতে পারেন। এশিয়া কাপের আগে এই দু’টি খবর নিঃসন্দেহে সুখবর।
মঙ্গলবার, ১৯ আগস্ট রয়েছে এশিয়া কাপের দল নির্বাচন। প্রশ্ন হল, বুমরাহর এই ইচ্ছাপ্রকাশের পর তিনি কি এশিয়া কাপের দলে থাকবেন? এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, “বুমরাহ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, এশিয়া কাপে ওকে পাওয়া যাবে। নির্বাচক কমিটি আগামী সপ্তাহে বৈঠকে বসে এ বিষয়ে আলোচনা করবে।”
ইংল্যান্ড সিরিজে বুমরাহ তিনটি টেস্টে ১১৯.৪ ওভার বোলিং করেছেন। ১৪ উইকেটও নিয়েছিলেন তিনি। যার মধ্যে দু’বার ছিল পাঁচ উইকেট। ম্যাঞ্চেস্টারে শেষ টেস্ট থেকে এশিয়া কাপ শুরু হওয়া পর্যন্ত ৪০ দিন সময় পাচ্ছেন তিনি। মাসাধিককাল সময় থাকায় পর্যাপ্ত বিশ্রামও পেয়েছেন। সেই কারণে বুমরাহ পুরোপুরি ফিট থাকবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তাছাড়া টি-টোয়েন্টিতে মাত্র চার ওভার বল করতে হয়। এর ফলে শরীরে অতিরিক্ত চাপ পড়ার সম্ভাবনা কম। হয়তো সেই কারণেই এশিয়া কাপে খেলতে চাইছেন বুমরাহ।
অন্যদিকে, সূর্যের ফিটনেস নিয়ে চিন্তায় ছিল টিম ম্যানেজমেন্ট। তবে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে দেওয়া ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন তিনি। চলতি বছর জুনে জার্মানিতে অস্ত্রোপচার হয়েছিল ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কের। স্পোর্টস হার্নিয়ায় আক্রান্ত হয়েছিলেন ‘স্কাই’। জার্মানির মিউনিখের একটি হাসপাতালে অস্ত্রোপচার করিয়েছিলেন। বিসিসিআইয়ের সূত্র মতে, “ভারতকে নেতৃত্ব দিতে আর কোনও সমস্যা নেই তাঁর। রিহ্যাব করার পর ওকে ফিট ঘোষণা করা হয়েছে। নির্বাচনী বৈঠকে ও থাকবে।” এখন দেখার, মঙ্গলবার এশিয়া কাপের জন্য কেমন দল বেছে নেন নির্বাচকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.