Advertisement
Advertisement
Jasprit Bumrah

‘বউদি তুমি মোটা!’ কটাক্ষ শুনতেই চটে লাল বুমরাহর স্ত্রী

বুমরাহর স্ত্রীকে নিয়ে শুরু হল অহেতুক বিতর্ক।

Jasprit Bumrah’s wife Sanjana Ganesan gives fitting strong reply to body shaming troll। Sangbad Pratidin

গত ৪ সেপ্টেম্বর জশপ্রীত ও সঞ্জনা পুত্র সন্তানের অভিভাবক হয়েছেন।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 13, 2024 1:40 pm
  • Updated:February 13, 2024 1:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের (England) বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দারুণ ফর্মে রয়েছেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ২টি টেস্টে সর্বাধিক ১৫টি উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা পেসার। তবে তাঁর স্ত্রী সঞ্জনা গনেশনকে (Sanjana Ganesan) সোশাল মিডিয়াতে কটাক্ষ হজম করতে হবে কে জানত! যদিও বুমরাহর স্ত্রী অবশ্য চুপ করে থাকার পাত্রী নন। তিনিও পালটা দিলেন। তাঁর সেই কড়া বার্তা সোশাল মিডিয়াতে ভাইরাল।

Advertisement

কিন্তু কেন এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হল?

সঞ্জনা ও জশপ্রীত দুজনেই নিজেদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। কিন্তু সমস্যা তৈরি হয়েছে সেই ভিডিওতে একটি কমেন্টের জন্য। কারণ সেই কমেন্টের জন্যই যাবতীয় বিতর্কের সূত্রপাত। কারণ একজন নেটিজেন লিখেছিলেন, ‘ভাবি মোটি লগ রহি হো’, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘বউদি তোমাকে মোটা লাগছে’। এই কমেন্ট দেখে মুখ বন্ধ করে রাখতে পারেননি পেশায় ক্রীড়া সঞ্চালক সঞ্জনা।

[আরও পড়ুন: মেসি কি প্যারিস অলিম্পিকে খেলবেন? চলে এল বড় আপডেট]

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

তিনি পালটা দিয়ে লিখেছেন, ‘স্কুলের বিজ্ঞান বইয়ের পড়া তো মনে রাখতে পারো না। তুমি আবার মেয়েদের চেহারা নিয়ে কমেন্ট করছো। এখান থেকে যাও।’ বুমরাহর স্ত্রীর এমন মন্তব্য একাধিক নেটিজেনদের মন কেড়ে নিয়েছে।

Sanjana Ganeshan
সঞ্জনা গনেশনের পালটা জবাব।

গত ৪ সেপ্টেম্বর জশপ্রীত ও সঞ্জনা পুত্র সন্তানের অভিভাবক হয়েছেন। সদ্যোজাতর হাতের ছবি শেয়ার করেছিলেন সেলিব্রিটি দম্পতি। ছেলের নাম দিয়েছেন অঙ্গদ জসপ্রীত বুমরাহ। সন্তান জন্ম দেওয়ার পর, সকল মায়েদের কম-বেশি ওজন বাড়ে। সঞ্জনার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আর তাঁকে সোশাল মিডিয়াতে কটাক্ষ হজম করতে হল। তবে তিনিও চুপ থাকলেন না। প্রতিবাদে গর্জে উঠলেন।

আরও পড়ুন: ‘পুরো ফিট না হয়েই কেন ভুল বার্তা দিচ্ছে?’, বিসিসিআইয়ের নিশানায় লোকেশ রাহুল

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ