Advertisement
Advertisement
Jasprit Bumrah

কমেনি পিঠের চোট, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শঙ্কা বাড়ছে বুমরাহকে নিয়ে

আগামী ২ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন বুমরাহ।

Jasprit Bumrrah's participation in Champions Trophy is uncertain due to Injury

বুমরাহ।

Published by: Arpan Das
  • Posted:January 25, 2025 9:50 am
  • Updated:January 25, 2025 10:55 am   

স্টাফ রিপোর্টার: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু সেই টুর্নামেন্টে ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহর খেলার সম্ভাবনা ক্রমশই কমছে।

Advertisement

গত বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্ট চলাকালীন পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। যে কারণে তিনি সিডনিতে সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি। তাঁর পিঠের চোট ঠিক কতটা গুরুতর, সেটা এখনও বুঝে ওঠা যায়নি। আপাতত তাঁকে পাঁচ সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছে। তাঁকে ফিটনেসের শর্তসাপেক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও রাখা হয়েছে।

কিন্তু ভারতীয় ক্রিকেটের ওয়াকিবহালের একাংশের মনে হচ্ছে, বুমরাহর চোটকে যতটা সহজ-সরল মনে হচ্ছে, ততটা না-ও হতে পারে। তাঁর ‘স্ট্রেস ফ্র্যাকচার’-ও হয়ে থাকতে পারে। তাঁর পিঠে যে ফোলা ভাবটা ছিল, তা এখনও নাকি যায়নি। যা চিন্তায় ফেলে দিয়েছে ভারতীয় ক্রিকেটমহলকে। কারণ, তিনি যদি শেষ পর্যন্ত না পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে, সেটা যে ভারতীয় টিমের পক্ষে মহাধাক্কার হবে, তা না বললেও চলে। তখন চোদ্দো মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট না খেলা মহম্মদ শামির উপরই ভরসা রাখতে হবে। যাক গে যাক। খবর যা, তাতে আগামী ২ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যাবেন বুমরা। তার পরই বোঝা যাবে, ভারতীয় পেসারের চোট কতটা গুরুতর।

উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচ অর্থাৎ সিডনি টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। সেই চোটের অবস্থা কীরকম, তার এখনও সদুত্তর মেলেনি। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ