সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভালে বোলাররা ম্যাচে ফিরিয়েছেন ভারতকে। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং প্রসিদ্ধ কৃষ্ণ মিলে ৮ উইকেট শিকার করে ইংল্যান্ডকে গুটিয়ে দিয়েছেন ২৪৭ রানে। প্রসিদ্ধর নামের পাশে ৬২ রানে ৪ উইকেট। সিরাজ পান ৮৬ রানে ৪ উইকেট। সিরাজের এমন সাফল্যের নেপথ্যে রয়েছে জাস্সি ভাই। তাঁর নির্দেশেই এই সাফল্য, এমনটাই বলছেন ৩১ বছর বয়সি এই ক্রিকেটার।
জশপ্রীত বুমরাহকে ‘জাস্সি ভাই’ বলে ডাকেন সিরাজ। এই প্রসঙ্গে সিরাজ বলেন, “জাস্সি ভাই আমার নিজের দাদার মতো। ওভাল টেস্টের আগে ওকে জিজ্ঞাসা করেছিলাম, ‘কেন চলে যাচ্ছ? আমি যখন পাঁচ উইকেট নেব তখন কাকে জড়িয়ে ধরব?’ আমার প্রশ্ন শুনে জাস্সি ভাই বলল, ‘আমি তো এখানেই আছি। যাও পাঁচ উইকেট নিয়ে ফেরো। আমি ওর কথার মান রাখতে পেরেছি।” প্রসঙ্গত, পাঁচ উইকেট না পেলেও চার উইকেট পেয়েছেন সিরাজ।
বুমরাহর সঙ্গে মাঠের বাইরে সিরাজের প্রাণের সম্পর্ক রয়েছে। ভারতীয় পেস বোলিং ইউনিটের নেতা হিসেবে বুমরাহকে বহুবার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সিরাজ। তিনি এখন ওভালে টেস্ট জয়ের স্বপ্নে বিভোর। সিরাজের কথায়, “ইংল্যান্ডে খেলতে সব সময় ভালো লাগে। এখানকার উইকেট পেসাররা সাহায্য পায়। সেই জন্যই এই ভালো লাগা। সিরিজে আমি সবচেয়ে বেশি উইকেট পেয়েছি। কিন্তু দলের জয় চাই। এটাই প্রথম লক্ষ্য। না জিতলে উইকেট নেওয়ার কোনও গুরুত্ব নেই।” উল্লেখ্য, ইংল্যান্ড সিরিজে এখনও পর্যন্ত ১৮ উইকেট নিয়েছেন সিরাজ।
ইংল্যান্ড পেসারদের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়ে টিম ইন্ডিয়ার ইনিংস শেষ হল মাত্র ২২৪ রানে। ভারতের শেষ চার উইকেট পড়ল মাত্র ৬ রানে। জবাবে দুই ইংরেজ ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ঝড় তুলে ১২ ওভারের মধ্যেই ইংল্যান্ডকে ৯০ রানে পৌঁছে দিলেন। তখনও বোঝা যায়নি, ‘পিকচার আভি বাকি হ্যায়’। ভারতীয় পেসারদের দাপটে শেষমেশ ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ২৪৭ রানে। ২৩ রানে লিড পেল তারা। জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ৭৫। টিম ইন্ডিয়া এগিয়ে ৫২ রানে। ওভালে তৃতীয় দিন ম্যাচ কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.