Advertisement
Advertisement
Virat Kohli

ক্যাফে থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ‘বিরুষ্কা’কে! বিস্ফোরক তথ্য ফাঁস জেমাইমার

কী বলেছেন তিনি?

Jemimah Rodrigues opens up on Virat Kohli and Anushka Sharma

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:September 11, 2025 6:20 pm
  • Updated:September 11, 2025 6:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন ধরে ইংল্যান্ডে রয়েছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। তাঁরা এখন মিডিয়ার ঝলক থেকে অনেক দূরে। এবার বিরাটকে নিয়ে মজাদার ঘটনা প্রকাশ্যে এনেছেন ভারতের মহিলা ক্রিকেটার জেমাইমা রড্রিগেজ। জানিয়েছেন, নিউজিল্যান্ডের এক ক্যাফে থেকে বের করে দেওয়া হয়েছিল ‘বিরুষ্কা’কে! সেই দলে তাঁরাও ছিলেন।

Advertisement

বিরাট তখন নিউজিল্যান্ডে। সেই সময় স্মৃতি মন্ধানা এবং জেমাইমা ব্যাটিংয়ের টিপস নিতে কোহলির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কোহলি তাঁদের হোটেলের একটি ক্যাফেতে ডাকেন। সেই ক্যাফের হোটেলেই ছিলেন টিম ইন্ডিয়ার পুরুষ এবং মহিলা দলের ক্রিকেটাররা।

সেখানে অনুষ্কা শর্মাও ক্রিকেটারদের সঙ্গে যোগ দিয়েছিলেন। এরপর চারজনের মধ্যে আলোচনাও শুরু হয়। প্রায় আধঘণ্টা বিরাট, জেমাইমা এবং স্মৃতির মধ্যে ক্রিকেট নিয়ে আলোচনা চলে। জেমাইমা বলেন, “কোহলি বলেন, আমাদের দু’জনের মহিলা ক্রিকেটে বদল আনার ক্ষমতা আছে। সেই বিশ্বাস রয়েছে তাঁর।”

কিন্তু সহজে আলোচনা থামার কোনও লক্ষণ ছিল না। ক্রিকেট তো বটেই, আলোচনা হয় জীবন নিয়েও। সেখানে উঠে আসে একে অপরের ভালোলাগার বিষয়। জেমাইমার কথায়, “মনে হচ্ছিল, দুই বন্ধু বহুদিন পর দেখা করল। আলোচনা থামত না, যদি না ক্যাফে থেকে আমাদের বের করে দেওয়া হত।” জানা গিয়েছে, প্রায় চার ঘণ্টা ‘আড্ডা’ চলেছিল। উল্লেখ্য, সম্প্রতি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে বিসিসিআইয়ের ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। রোহিত শর্মা থেকে শুভমান গিল প্রত্যেকেই ছিলেন সেখানে। কিন্তু উপস্থিত ছিলেন না কোহলি। ইংল্যান্ডেই তাঁর ফিটনেস টেস্ট হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ