Advertisement
Advertisement
Jofra Archer

১৫৯৬ দিন পর ফিরছেন আর্চার, লর্ডস টেস্টের প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের

চোট সারিয়ে স্কোয়াডে ফেরা অ্যাটকিনসনকে রাখা হয়নি প্রথম একাদশে।

Jofra Archer returns after 1596 days, England announces starting XI for Lord's Test
Published by: Prasenjit Dutta
  • Posted:July 9, 2025 5:10 pm
  • Updated:July 9, 2025 6:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এজবাস্টনে ৬৩ বছরের ইতিহাসে প্রথমবার টেস্ট জিতেছে ভারতীয় দল। ৩৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়েছে শুভমান বাহিনী। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই ভারতের সবচেয়ে বড় জয়। ইংরেজ বোলারদের রেয়াত না করে ভারত দুই ইনিংস মিলিয়ে ১০১৪ রানের পাহাড় গড়েছে। এমন পরিসংখ্যান লর্ডসে তৃতীয় টেস্টে নামার আগে তাদের যথেষ্ট চিন্তায় রাখছে। এই আবহে তৃতীয় টেস্টের একদিন আগে প্রথম একাদশ ঘোষণা করে ফেলল ইংল্যান্ড। প্রত্যাশামতোই দলে সুযোগ পেয়েছেন তারকা পেসার জোফ্রা আর্চার।

Advertisement

দ্বিতীয় টেস্টের আগে তারা দলে নিয়েছিল আর্চারকে। এবার ১৫৯৬ দিন পর শুভমান-পন্থদের জব্দ করতে তৃতীয় টেস্টে ফিরছেন ৩০ বছর বয়সি এই পেসার। ঘণ্টায় ১৫০ কিমি বেগে বল করতে পারেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারির পর থেকে আর কোনও আন্তর্জাতিক টেস্ট খেলেননি আর্চার। ঘটনাচক্রে সেই ম্যাচটিও ছিল ভারতের বিপক্ষে। সেই ভারতের বিরুদ্ধেই প্রত্যাবর্তন ঘটতে চলেছে তাঁর।

সম্প্রতি সাসেক্সের হয়ে কাউন্টি ম্যাচে নামা আর্চার ১৮ ওভার বল করে ৩২ রানে পেয়েছিলেন ১ উইকেট। কোনও বোলারের পক্ষে ফিট না হয়ে ১৮ ওভার বল করা সম্ভব নয়। তাই দুশ্চিন্তামুক্ত হয়ে আর্চারকে দলে নেওয়ার ব্যাপারে কোনও দ্বিধা করেনি ইংল্যান্ড। তবে, আর্চারকে দলে নেওয়া হলেও দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে ছিলেন না। সেই তিনি জশ টংয়ের পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।

আর্চার সুযোগ পেলেও চোট সারিয়ে স্কোয়াডে ফেরা গাস অ্যাটকিনসনকে রাখা হয়নি প্রথম একাদশে। শেষ বার তিনি খেলেছিলেন জিম্বাবোয়ের বিরুদ্ধে চলতি বছর মে মাসে। ওই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোটের কবলে পড়েন তিনি। সেই কারণেই ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে খেলতে পারেননি।

লর্ডস টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশ: বেন ডাকেট, জ্যাক ক্রাউলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, শোয়েব বশির।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ