সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমন কাণ্ড কি ক্রিকেটদুনিয়া আগে কখনও দেখেছে? এক ওভারে ১৮টি বল। যার মধ্যে ১২টি ওয়াইড ও একটি নো বল। এমনকী ওভারই শেষ করতে পারলেন না বোলার। যা দেখে নেটিজেনদের আশঙ্কা, এই ঘটনায় স্পট ফিক্সিংয়ের ছায়া থাকতে পারে।
ঘটনাটি ঘটেছে লেজেন্ডস লিগে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে। আর এই কাণ্ডটি করেছেন অস্ট্রেলিয়ার জন হেস্টিংস। এমনিতেই অস্ট্রেলিয়ার ইনিংস ৭৪ রানে শেষ হয়ে যায়। জবাবে সপ্তম ওভারেই ৫৫ রান তুলে নেন সাজিল মাকসুদ ও সার্জিল খান। তখনই বল করতে আসেন হেস্টিংস। ওই ওভারের পাঁচবলের মধ্যেই প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান।
ওই ওভারের ছবিটা অনেকটা এরকম- ওয়াইড, ওয়াইড, ওয়াইড, ওয়াইড, ১, ৪, নো বল, ওয়াইড, ১, ওয়াইড, ডট, ১, ওয়াইড, ওয়াইড, ওয়াইড, ওয়াইড, ওয়াইড। যা দেখে হতাশ হয়ে টুপি খুলে ফেলেন অজি অধিনায়ক ব্রেট লি। অন্যদিকে হাসির রোল ক্রিকেটভক্তদের। ওই ওভারের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। তবে অনেকে গড়াপেটার গন্ধও পাচ্ছেন। তবে সেসবই নিছক জল্পনা।
৩৯ বছর বয়সি হেস্টিং অস্ট্রেলিয়ার হয়ে মাত্র একটিই টেস্ট খেলেছেন। ৫২ রানের পাশাপাশি ১টি উইকেট তুলেছিলেন। এছাড়া ২৯টি ওয়ানডে খেলেছেন এই অলরাউন্ডার। ২৭১ রান করেছেন এবং ৪২টি উইকেট পেয়েছেন। ২০১৪ সালে চেন্নাই সুপার কিংস দলেও ছিলেন। ২০১৮ সালে শারীরিক অসুস্থতার কারণে অবসর নেন। তারপর আর সেভাবে ক্রিকেট খেলেননি। দীর্ঘদিন পরে ২২ গজে ফিরে আজব কাণ্ড ঘটালেন।
One of the longest overs in cricket history was bowled by John Hastings. He took 17 balls while Pakistan Champions were chasing the target, and the over still wasn’t complete |
— Usman (@jamilmusman_)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.