ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতায় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। এই ম্যাচের আগে দুই দলের ক্রিকেটারদের মাঠের বাইরের কথাবার্তাকে উপেক্ষা করার পরামর্শ দিলেন কিংবদন্তি প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম। একইসঙ্গে তাঁর আরও পরামর্শ, ক্রিকেটকে উপভোগ করো। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও তার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর এবং ভারত-পাক সীমান্ত সংঘর্ষের পর ক্রিকেট মাঠে এই প্রথমবার ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে। ফলে বাড়তি উত্তেজনা সর্বত্রই। সোশাল মিডিয়ায় এই ম্যাচ ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পাক কিংবদন্তি আক্রম বলেছেন, “ক্রিকেট একটা খেলা। এবং খেলাটাকে দুই দলের ক্রিকেটারই উপভোগ করুক। সবকিছু ভুলে ক্রিকেটে মনোনিবেশ করুক ক্রিকেটাররা। খেলাতে একটা দল জিতবে, একটা দল হারবে। এটাই বাস্তব। যদি ম্যাচে জয়ী হও, তা হলে মুহূর্তটা উপভোগ করো। খেলায় চাপ থাকবেই। ব্যাপারটা খোলা মনে গ্রহণ করে উপভোগ করতে হবে। একইসঙ্গে শৃঙ্খলাও বজায় রাখতে হবে। আর মাথায় রাখতে হবে, এটা শুধুমাত্র একটা খেলা। উভয় দলের ক্রিকেটার এবং সমর্থকদের জন্য এই কথাগুলি ভীষণভাবে প্রযোজ্য।”
এশিয়া কাপে ভারতের শুরুটা দারুণ হয়েছে। প্রথম ম্যাচে তারা একপ্রকার উড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীকে। পাকিস্তানও তাদের প্রথম ম্যাচে সহজেই হারিয়েছে ওমানকে। তবে দুর্বল ওমানের বিরুদ্ধে পাকিস্তানের ব্যাটারদের পারফরম্যান্স অনেকের মনেই প্রশ্নচিহ্ন তুলেছে। যদিও পাক দলকে নিয়ে আশাবাদী আক্রম।
তাঁর মন্তব্য, “ত্রিদেশীয় সিরিজ জয়ের পর পাক দল যথেষ্ট আত্মবিশ্বাসী। এশিয়া কাপে ওদের সামনে সুযোগ রয়েছে। তবে ক্রিকেটাররা যেন শুধুমাত্র রবিবার ভারতের বিরুদ্ধে জেতার কথা ভেবে মাঠে না নামে। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার ভাবনা নিয়েই বাকি সব ম্যাচ খেলতে হবে ওদের।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.